Advertisement
E-Paper

রেড রোডে হনুমানজয়ন্তী পালনে অনুমতি দিল না হাই কোর্ট, বহাল রইল সিঙ্গল বেঞ্চের নির্দেশ

আগামী ১২ এপ্রিল হনুমানজয়ন্তী উপলক্ষে বেলা ১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রেড রোডে মিছিল করার কর্মসূচি নিয়েছে বিজেপি। কিন্তু অভিযোগ, যানজটের কারণ দেখিয়ে মিছিলে অনুমতি দেয়নি পুলিশ। এর পরেই কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয় তারা।

Calcutta High Court does not allow regarding Hanuman Jayanti procession on Red Road

রেড রোডে হনুমানজয়ন্তীর শোভাযাত্রায় না কলকাতা হাই কোর্টের। —ফাইল চিত্র।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১১ এপ্রিল ২০২৫ ১৩:৫০
Share
Save

কলকাতায় হনুমানজয়ন্তী পালনে অনুমতি দিল না কলকাতা হাই কোর্ট। শনিবার রেড রোডে ওই কর্মসূচি পালন করতে চেয়ে হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন সুদীপকুমার রাম। পুলিশের যানজট হওয়ার যুক্তিতে মান্যতা দিয়ে শুক্রবার সকালে ওই আবেদন খারিজ করে দেয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষের সিঙ্গল বেঞ্চ। এর পরেই সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় বিজেপি। এর পর ডিভিশন বেঞ্চে মামলার শুনানি হয়। সেখানেও খারিজ হয়ে গেল আবেদন। অর্থাৎ, হনুমানজয়ন্তীতে মিছিলের অনুমতি মিলল না শহরে।

আগামী ১২ এপ্রিল হনুমানজয়ন্তী উপলক্ষে বেলা ১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রেড রোডে মিছিল করার কর্মসূচি নিয়েছিল বিজেপি। কিন্তু অভিযোগ, যানজটের কারণ দেখিয়ে মিছিলে অনুমতি দেয়নি পুলিশ। এর পরেই কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয় তারা। তাদের যুক্তি ছিল, ওখানে সারা বছর বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান হয়। অথচ তাঁদের মাত্র তিন ঘণ্টার মিছিলে অনুমতি দেওয়া হচ্ছে না কেন?

এ বিষয়ে শুক্রবার আদালতে বিচারপতি ঘোষ জানান, মিছিলের অনুমতি দেওয়া যাবে না। মূলত যানজটের আশঙ্কাতেই ওই এলাকায় মিছিল করা যাবে না। পাশাপাশি, আদালতের আরও পর্যবেক্ষণ, অন্য ধর্মের লোককে ওই জায়গায় অনুষ্ঠানের অনুমতি দেওয়া হয় বলেই হনুমানজয়ন্তীতেও দিতে হবে, তার কোনও যুক্তি নেই। ওই এলাকায় ইদের নামাজ বহু বছর ধরে হয়ে আসছে। খিলাফত আন্দোলনের পর থেকেই ওখানে চলে আসছে শতবর্ষপ্রাচীন এই ধর্মীয় অনুষ্ঠান। এ ছাড়া, রাজ্য সরকারের উদ্যোগে ওখানে প্রতি বছর কার্নিভাল হয়। অথচ, হনুমানজয়ন্তীর অনুষ্ঠান তো আগে কখনও হয়নি। তাই ওখানে মিছিলের অনুমতি দেওয়া যাবে না। বিচারপতি ঘোষ বলেন, ‘‘১০০ বছর ধরে ওখানে ইদের অনুষ্ঠান হয়ে আসছে। আপনারা আপনাদের তেমন ইতিহাস দেখান!’’ এর পরেই সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় বিজেপি। সেখানেও সিঙ্গল বেঞ্চের নির্দেশের উপর হস্তক্ষেপ করেনি প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। তবে রাজ্যের প্রস্তাবিত জায়গায় কর্মসূচি করা যেতে পারে বলে জানিয়েছেন তাঁরা।

উল্লেখ্য, দিন কয়েক আগেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন, রামনবমীর মতোই এ বার রাজ্যে হনুমানজয়ন্তীতেও মিছিল হবে। সেইমতো প্রস্তুতিও শুরু হয়েছে। তবে হাই কোর্টের রায়ে প্রশ্নের মুখে পড়ল রেড রোডের অনুষ্ঠান। এর আগে, রামনবমীতে হাওড়ায় জোড়া মিছিল করতে চেয়ে হাই কোর্টের দ্বারস্থ হয়েছিল বিজেপি। সেই মামলাও দায়ের হয়েছিল বিচারপতি ঘোষের এজলাসেই। অভিযোগ ছিল, পুলিশ তাদের মিছিলের অনুমতি দেয়নি। পরে হাই কোর্ট শর্তসাপেক্ষে জোড়া মিছিলেই সায় দেয়।

Calcutta High Court Hanuman Jayanti Hanuman Jayanti rally BJP

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy

{-- Slick slider script --}}