Advertisement
০৬ নভেম্বর ২০২৪
India Vs West Indies

এশিয়া কাপের আগে হঠাৎ চোট ভারতীয় বোলারের, দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাদ অভিজ্ঞ স্পিনার

ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে খেলতে নামার আগে আবার চোট ভারতীয় শিবিরে। এশিয়া কাপের আগে চিন্তার কারণ হতে পারে এই বোলারের চোট।

Hardik Pandya

হার্দিক পাণ্ড্য। —ফাইল চিত্র।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৬ অগস্ট ২০২৩ ২০:৫৩
Share: Save:

প্রথম টি-টোয়েন্টিতে হারের পর দ্বিতীয় ম্যাচ শুরুর আগেই ধাক্কা খায় ভারত। টসের সময় অধিনায়ক হার্দিক পাণ্ড্য জানিয়ে দেন কুলদীপ যাদবের চোট রয়েছে। তাঁর বদলে রবি বিষ্ণোইকে দলে নিয়েছে ভারত। কী হয়েছে কুলদীপের?

টি-টোয়েন্টি সিরিজ়ের প্রথম ম্যাচে ব্যাটিং ভুগিয়েছিল ভারতকে। প্রথম ম্যাচে কুলদীপ একটি উইকেট নিয়েছিলেন। তিনি এবং যুজবেন্দ্র চহাল মিলে প্রথম তিনটি উইকেট তুলে নিয়েছিলেন। সেই কুলদীপ রবিবার খেলতে পারছেন না। হার্দিক বলেন, “অনুশীলনে চোট পেয়েছে কুলদীপ। খুব বড় কিছু নয়।”

এই মাসের শেষেই এশিয়া কাপ। কুলদীপ যে ফর্মে রয়েছেন, তাতে এশিয়া কাপের দলে জায়গা করে নিতেই পারেন। তাঁর মতো এক জন লেগ স্পিনারের চোট চিন্তার কারণ হয়ে উঠতে পারে ভারতের জন্য। যদিও ভারতীয় বোর্ডের পক্ষ থেকে টুইট করে লেখা হয়, “নেটে ব্যাট করার সময় আঙুলে বল লাগে কুলদীপের। বাঁহাতের বুড়ো আঙুলে চোট লেগেছে তাঁর। সেই কারণে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে খেলতে পারছেন না তিনি।”

প্রথম ম্যাচের হার নিয়ে যদিও খুব বেশি চিন্তিত নন হার্দিক। টসের পর অধিনায়ক বলেন, “আগের ম্যাচে আমরা খুব বেশি ভুল করেছি এমন নয়। দু’একটা ভুলের কারণে হারতে হয়েছে। প্রতি ওভারে ১০-১২ রান তাড়া করতে হলে এমনটা হতেই পারে। বড় রান করতে হলে হাতে উইকেট রাখতে হবে। গোটা দল এটা আগের ম্যাচে শিখে নিয়েছে।”

পাঁচ ম্যাচের সিরিজ় খেলছে ভারত এবং ওয়েস্ট ইন্ডিজ়। প্রথম ম্যাচে হেরে গিয়েছে ভারত। রবিবার দ্বিতীয় ম্যাচে প্রথমে ব্যাট করছে ভারত। বড় রান তুলতে চাইবে তারা।

অন্য বিষয়গুলি:

India Vs West Indies Kuldeep Yadav Hardik Pandya
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE