মাঠের ভেতরে মাথা ঠান্ডা রাখার জন্য তাঁকে ‘ক্যাপ্টেন কুল’ বলে ডাকা হয়। সেই মহেন্দ্র সিংহ ধোনি অবশ্য সব সময় শান্ত থাকতে পারেন না। তাঁরও মাথা গরম হয়। সে রকমই একটি ঘটনার কথা ধোনি নিজেই উল্লেখ করলেন। আইপিএলের আগে পাঁচ বছর আগের একটি ঘটনার কথা মনে করিয়ে জানালেন, বড় ভুল করেছিলেন সে দিন।
২০১৯ সালে রাজস্থানের বিরুদ্ধে একটি ম্যাচের কথা উল্লেখ করেছেন ধোনি। সেই ম্যাচের শেষ ওভারে রাজস্থানের বেন স্টোকস একটি স্লোয়ার বল করতে গিয়েছিলেন। তবে বল তাঁর হাত থেকে পিছলে ফুল টস হয়ে কোমরের উচ্চতায় উড়ে এসেছিল। বোলারের প্রান্তের আম্পায়ার ‘নো বল’ ডাকলেও, স্কোয়্যার লেগ আম্পায়ার সেই সিদ্ধান্ত খারিজ করে দেন। ওই ঘটনাতেই ক্ষিপ্ত হয়ে পড়েন ধোনি। ডাগআউট থেকে মাঠে নেমে আম্পায়ারদের সঙ্গে অনেক ক্ষণ তর্ক করেন।
আরও পড়ুন:
ক্রীড়া সঞ্চালক মন্দিরা বেদির সঙ্গে এক আলাপচারিতায় ওই ঘটনা নিয়ে আক্ষেপের কথা জানিয়েছেন ধোনি। বলেছেন, “মেজাজ হারানোর ঘটনা অনেক বারই ঘটেছে। আইপিএলের একটা ম্যাচে আমি হঠাৎ করে মাঠে ঢুকে পড়েছিলাম। খুব বড় ভুল হয়েছিল ওটা। সেটা ছাড়াও এমন বেশ কয়েকটা উদাহরণ রয়েছে যেখানে আমি কোনও কিছুতে মেজাজ হারিয়েছি।”
কেমন এমনটা হয় সেটাও ব্যাখ্যা করেছেন ধোনি। বলেছেন, “আমরা এমন একটা খেলা খেলি যেটা খুব উত্তেজক। সব ম্যাচই জেতার একটা চাপ থাকে। তাই জন্যই আমি সবাইকে পরামর্শ দিই, রেগে গেলে বা বিরক্ত হলে নিজের মুখ বন্ধ রাখো এবং ঘটনার জায়গা থেকে সরে যাও। চাপ সামলাতে গভীর নিঃশ্বাস নিলেও অনেক সময় ভাল কাজ করে।”
- ১৮ বছরের খরা কাটিয়ে ট্রফি জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রথম বার আইপিএল জেতার স্বাদ পেয়েছেন বিরাট কোহলি। ফাইনালে পঞ্জাব কিংসকে ছ’রানে হারিয়েছে বেঙ্গালুরু।
- ট্রফি জেতার পরের দিনই বেঙ্গালুরুতে ফেরেন বিরাট কোহলিরা। প্রিয় দলকে দেখার জন্য প্রচুর সমর্থক জড়ো হয়েছিলেন চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে। সেখানে হুড়োহুড়িতে পদপিষ্ট হওয়ার ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ১১ জনের। আহত ৫০-এরও বেশি। ঘটনাকে ঘিরে দায় ঠেলাঠেলি শুরু হয়েছে।
-
১১ মৃত্যুর জের, আইপিএল জয়ের উৎসবে কী কী করা যাবে না, শনিবার ঠিক করবে বোর্ড, আর কী কী নিয়ে আলোচনা?
-
‘লক্ষ লক্ষ মানুষের ভিড় হবে’! বেঙ্গালুরুতে কোহলিদের উৎসবের আগে সতর্ক করেছিল পুলিশই, তবু কেন এড়ানো গেল না দুর্ঘটনা
-
আইপিএলের শেষ পর্বে ছিলেন না, ভারত-পাক সংঘাত, না কি ‘বিশেষ’ কারণে খেলতে আসেননি স্টার্ক?
-
‘ভিড়ের চাপে স্ত্রীয়ের হাত ছুটে যায়’, পদপিষ্টে প্রিয়জন হারিয়ে কথা বলার ভাষা নেই পরিবারের
-
অফিসে খোলা পড়ে ল্যাপটপ, আরসিবি-র অনুষ্ঠান দেখেই ফিরবেন বলেছিলেন, ফিরে এল তথ্যপ্রযুক্তি কর্মী কামাক্ষীর দেহ