আইপিএলে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামার ছ’দিন আগে ধাক্কা খেল কেকেআর। চোট পেয়ে গোটা মরসুমের জন্য ছিটকে গেলেন জোরে বোলার উমরান মালিক। তাঁর জায়গায় নেওয়া হয়েছে ঘরোয়া ক্রিকেটের অভিজ্ঞ বোলার চেতন সাকারিয়াকে। রবিবার একটি বিবৃতিতে এ কথা জানিয়েছে কেকেআর।
সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত খেলেছিলেন উমরান। সে সময় ঘণ্টায় ১৫৬ কিলোমিটারের বেশি গতিতে বল করে রাতারাতি শিরোনামে উঠে এসেছিলেন। ভারতের হয়ে অভিষেকও হয়ে গিয়েছিল। কিন্তু বার বার চোট পাওয়ার কারণে গত বার হায়দরাবাদ তাঁকে ছেড়ে দেয়।
কেকেআর মহা নিলামে উমরানকে ৭৫ লাখ টাকায় কিনেছিল। সে সময় উমরান বলেছিলেন, “কেকেআরের জার্সি পরার জন্য তর সইছে না। ওরা গত বারের চ্যাম্পিয়ন। আশা করি ওদের আরও একটা ট্রফি জেতাতে পারব।” সেই আশা এ বারের মতো অপূর্ণই থেকে যাচ্ছে উমরানের।
আরও পড়ুন:
গত বারের রঞ্জি ট্রফির আগে চোট পেয়েছিলেন উমরান। তার পরে তাঁর ডেঙ্গু হয়। সেটা সারতে না সারতেই গোড়ালিতে চোট পান। ফলে গত মরসুমে তিন ফরম্যাটে সে ভাবে ঘরোয়া ক্রিকেটে খেলাই হয়নি তাঁর। তবু কেকেআর তাঁর উপরে ভরসা রেখেছিল। তবে সেই চোটই ছিটকে দিল উমরানকে।
এ দিকে, ইডেনে কেকেআর প্রস্তুতি শুরু করার পর থেকেই সাকারিয়াকে নেট বোলার হিসাবে দেখা যাচ্ছিল। ভরত অরুণের তত্ত্বাবধানে বোলিং করছিলেন তিনি। রবিবারের ঘোষণায় প্রমাণিত যে তাঁকে বিকল্প হিসাবেই তৈরি রাখছিল কেকেআর। গত বছরও তিনি কেকেআরে ছিলেন। তবে একটিও ম্যাচে খেলার সুযোগ পাননি। এখন দেখার এই মরসুমে তাঁর ভাগ্যে শিকে ছেঁড়ে কি না।
- ১৮ বছরের খরা কাটিয়ে ট্রফি জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রথম বার আইপিএল জেতার স্বাদ পেয়েছেন বিরাট কোহলি। ফাইনালে পঞ্জাব কিংসকে ছ’রানে হারিয়েছে বেঙ্গালুরু।
- ট্রফি জেতার পরের দিনই বেঙ্গালুরুতে ফেরেন বিরাট কোহলিরা। প্রিয় দলকে দেখার জন্য প্রচুর সমর্থক জড়ো হয়েছিলেন চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে। সেখানে হুড়োহুড়িতে পদপিষ্ট হওয়ার ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ১১ জনের। আহত ৫০-এরও বেশি। ঘটনাকে ঘিরে দায় ঠেলাঠেলি শুরু হয়েছে।
-
১১ মৃত্যুর জের, আইপিএল জয়ের উৎসবে কী কী করা যাবে না, শনিবার ঠিক করবে বোর্ড, আর কী কী নিয়ে আলোচনা?
-
‘লক্ষ লক্ষ মানুষের ভিড় হবে’! বেঙ্গালুরুতে কোহলিদের উৎসবের আগে সতর্ক করেছিল পুলিশই, তবু কেন এড়ানো গেল না দুর্ঘটনা
-
আইপিএলের শেষ পর্বে ছিলেন না, ভারত-পাক সংঘাত, না কি ‘বিশেষ’ কারণে খেলতে আসেননি স্টার্ক?
-
‘ভিড়ের চাপে স্ত্রীয়ের হাত ছুটে যায়’, পদপিষ্টে প্রিয়জন হারিয়ে কথা বলার ভাষা নেই পরিবারের
-
অফিসে খোলা পড়ে ল্যাপটপ, আরসিবি-র অনুষ্ঠান দেখেই ফিরবেন বলেছিলেন, ফিরে এল তথ্যপ্রযুক্তি কর্মী কামাক্ষীর দেহ