তাঁর ভুলে যাওয়ার কথা সকলের জানা। খেলতে যাওয়ার সময় মানিব্যাগ, মোবাইল ফোন থেকে শুরু পাসপোর্টও নাকি তিনি ভুলেছেন। এই স্বভাবের জন্য সতীর্থেরা তাঁকে খ্যাপানও। জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ কী, যা রোহিত শর্মা ভুলে গিয়েছেন। জবাব দিতে গিয়েও থমকালেন ভারত অধিনায়ক।
শনিবার ভারতীয় ক্রিকেট বোর্ডের একটি অনুষ্ঠানে রোহিতকে তাঁর ভুলো মন নিয়ে প্রশ্ন করেন স্মৃতি মন্ধানা। মহিলা দলের ক্রিকেটারের প্রশ্নের জবাবে রোহিত বলেন, “আমি জানি না। আমার ভুলো মন নিয়ে ওরা মজা করে। ওরা বলে, আমি নাকি মানিব্যাগ, পাসপোর্ট সব নিতে ভুলে যায়। এ কথা সত্যি নয়। কয়েক দশক আগে সেটা হয়েছিল।” রোহিতের এই কথা শুনে দর্শকাসনে বসে থাকা শুভমন গিল, ঋষভ পন্থদের মুখে দেখা যায় চওড়া হাসি।
সেখানেই প্রশ্ন শেষ হয়নি মন্ধানার। তিনি প্রশ্ন করেন, এখনও পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ কী ভুলেছেন রোহিত। জবাব দিতে গিয়েও থমকান রোহিত। তিনি বলেন, “আমি বলতে পারব না। এই অনুষ্ঠানের সম্প্রচার হবে। আমার স্ত্রী কিন্তু দেখবে। তাই ওটা আমার মনেই থাক।”
আরও পড়ুন:
ভারতের মহিলা ক্রিকেট গত কয়েক বছরে অনেক উন্নত হয়েছে। প্রচুর ক্রিকেটার উঠে আসছে। রোহিতেরও কন্যা রয়েছে। বড় হয়ে সামাইরাও কি পিতার মতো ক্রিকেটার হতে চায়? এই প্রশ্নের জবাবে রোহিত বলেন, “আমরা তো বাড়িতে ক্রিকেট খেলি। তবে পুরোটাই মজার জন্য। ও স্কুল থেকে ফেরার পরে আমরা খেলি। ও ব্যাট করতে ভালবাসে। আমাকে খালি বল করতে হয়।”
সামনেই ইংল্যান্ডের বিরুদ্ধে এক দিনের সিরিজ় খেলতে নামবে ভারত। সেখানে খেলবেন রোহিত। তবে তাঁদের প্রধান লক্ষ্য চ্যাম্পিয়ন্স ট্রফি। প্রতিযোগিতা জিততে তাঁরা তৈরি বলে জানিয়েছেন রোহিত। তিনি বলেন, “এখন প্রতি বছর আইসিসি প্রতিযোগিতা হয়। তাই দম ফেলার সময় নেই। সবসময় তৈরি থাকতে হয়। আমরা টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছি। এ বার সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি। দলের সকলে খেলার মধ্যেই আছে। আমাদের প্রধান লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া। সেই লক্ষ্যে আমরা তৈরি।”