পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফের পর উপপ্রধানমন্ত্রী ইশাক দারের উপরে ক্ষুব্ধ দানিশ কানেরিয়া। পাকিস্তানের হিন্দু ক্রিকেটার দেশের নেতাদের কাজে খুশি হতে পারছেন না।
পহেলগাঁওয়ে পর্যটক হত্যাকারী জঙ্গিদের ‘স্বাধীনতা সংগ্রামী’ বলেছেন পাক উপপ্রধানমন্ত্রী তথা বিদেশমন্ত্রী মহম্মদ ইশাক দার, যা মেনে নিতে পারছেন না কানেরিয়া। তিনি সমাজমাধ্যমে পোস্ট করে লেখেন, “যখন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী জঙ্গিদের ‘স্বাধীনতা সংগ্রামী’ বলেন, তখন সেটা শুধু অসম্মানের নয়, এটা বুঝিয়ে দেয় রাষ্ট্র সন্ত্রাসবাদকে মদত দিচ্ছে।”
ইশাক বৃহস্পতিবার রাতে বলেছিলেন, ‘‘২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পহেলগাঁও জেলায় যারা হামলা চালিয়েছে তারা হয়তো স্বাধীনতা সংগ্রামী।’’ মঙ্গলবারের সন্ত্রাসবাদী হামলার জেরে ইসলামাবাদের বিরুদ্ধে সিন্ধু জলচুক্তি স্থগিত-সহ পাঁচ দফা পদক্ষেপ করেছে নয়াদিল্লি। তার জবাবে পাক প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফের সরকারও আকাশসীমায় নিষেধাজ্ঞা, ব্যবসায়িক লেনদেন বন্ধের মতো একগুচ্ছ ‘জবাবি ব্যবস্থা’র কথা ঘোষণা করেছে। কূটনৈতিক টানাপড়েনের আঁচে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে নিয়ন্ত্রণরেখা (এলওসি) এবং ভারত-পাক আন্তর্জাতিক সীমান্তে।
আরও পড়ুন:
এর আগে কানেরিয়া পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফকে আক্রমণ করেছিলেন। তাঁর দাবি, শরিফের জন্যই পাকিস্তানে এত বাড়াবাড়ি হয়েছে জঙ্গিদের। পহেলগাঁওয়ের ঘটনার পরেই সমাজমাধ্যমে পোস্ট করে কানেরিয়া লিখেছিলেন, “কেন এমন হয় যে ওরা কখনও স্থানীয় কাশ্মীরিদের আক্রমণ না করে ধারাবাহিক ভাবে হিন্দুদের আক্রমণ করে— সে কাশ্মীরি পণ্ডিতই হোক বা ভারতের কোনও প্রান্তের হিন্দুই হোক। কারণ সন্ত্রাস যতই ছদ্মবেশে হোক না কেন, একটাই দর্শন অনুসরণ করে। তার জন্য গোটা বিশ্বকে মূল্য চোকাতে হচ্ছে।”
- সংঘর্ষবিরতিতে রাজি ভারত এবং পাকিস্তান। গত ১০ মে প্রথম এই বিষয় জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে দুই দেশের সরকারের তরফেও সংঘর্ষবিরতির কথা জানানো হয়।
- সংঘর্ষবিরতি ঘোষণার পরেও ১০ মে রাতে পাকিস্তানের বিরুদ্ধে গোলাবর্ষণের অভিযোগ ওঠে। পাল্টা জবাব দেয় ভারতও। ইসলামাবাদের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ওঠে। তবে ১১ মে সকাল থেকে ভারত-পাক সীমান্তবর্তী এলাকার ছবি পাল্টেছে।
-
‘চার-পাঁচটি যুদ্ধবিমান ধ্বংস হয়েছিল’, ভারত-পাকিস্তান সংঘর্ষের ক্ষয়ক্ষতি নিয়ে এ বার নতুন দাবি করলেন ট্রাম্প
-
ভারতের বিরুদ্ধে পরমাণু অস্ত্র প্রয়োগের পরিকল্পনা ছিল কি? সংঘর্ষবিরতির ৬৩ দিন পরে কী উত্তর দিলেন পাক প্রধানমন্ত্রী
-
পাকিস্তানকে চাপে ফেলতে সিন্ধুর উপনদে বাঁধ নির্মাণের উদ্যোগ, বিশ্বব্যাঙ্কের ঋণ চাইল ভারত
-
‘ভয়ঙ্কর পরিস্থিতি’! ভারতের ব্রহ্মস হানা নিয়ে নিজেদের শঙ্কার কথা প্রকাশ করলেন পাকিস্তানি প্রধানমন্ত্রীর উপদেষ্টা
-
পহেলগাঁও কাণ্ডের পরে ‘কোপ’ পড়েছিল, সেই সব পাকিস্তানি ইউটিউব চ্যানেল, ইনস্টাগ্রামের উপর থেকে সরছে নিষেধাজ্ঞা