প্রতিবেশী মহিলার বাড়িতে জোর করে ঢুকে তাঁকে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠল তেলঙ্গানার রাজান্না সিরসিলা জেলায়। তার পর প্রতিবেশীর বাড়িতেই আত্মহত্যা করলেন যুবক। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে গজসিংহবরম গ্রামে।
পুলিশ সূত্রে খবর, নির্যাতিতা বাড়িতে একাই ছিলেন। তাঁর স্বামী দুবাইয়ে থাকেন কর্মসূত্রে। তাঁদের দুই সন্তানও রয়েছে। কিন্তু ঘটনার সময় তারা বাড়িতে ছিল না বলে জানা গিয়েছে। প্রাথমিক ভাবে পুলিশ জানতে পেরেছে, পড়শি ওই যুবক মহিলার বাড়িতে আসেন। যে হেতু প্রতিবেশী তাই তাঁর অভিসন্ধি বুঝতে পারেননি মহিলা। আচমকাই মহিলার উপর চড়াও হন ওই যুবক।
অভিযোগ, তাঁকে বেধড়ক মারধর করেন। মহিলার শরীরের একাধিক জায়গায় আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে বলে পুলিশ সূত্রে খবর। ধর্ষণের পর মহিলাকে কাস্তে দিয়ে খুন করেন। স্থানীয়েরাই প্রথমে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। হামলার ধরন দেখে প্রাথমিক ভাবে পুলিশ মনে করছে, এটি সম্পূর্ণ পূর্বপরিকল্পিত। কিন্তু এর নেপথ্যের কারণ কী, তা নিয়েই সন্দেহ বাড়ছে। আর সেই রহস্য উদ্ঘাটনের চেষ্টা করছে পুলিশ।