Advertisement
১৮ জানুয়ারি ২০২৫
India vs Australia

সূর্যোদয়ের রাতে বিরাট-অক্ষরে জয়, অস্ট্রেলিয়াকে সিরিজ়ে হারিয়ে বিশ্বকাপের আগে ছন্দে রোহিতরা

তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়ে ২-১ ব্যবধানে সিরি‌‌‌‌জ় জিতে নিল ভারত। অনবদ্য ব্যাটিং করলেন কোহলি এবং সূর্যকুমার। হায়দরাবাদে ৬ উইকেটে জিতলেন রোহিতরা।

হায়দরাবাদে আগ্রাসী মেজাজে কোহলি।

হায়দরাবাদে আগ্রাসী মেজাজে কোহলি। ছবি: টুইটার।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২২ ২২:৩৪
Share: Save:

হায়দরাবাদে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে অস্ট্রেলিয়াকে ৬ উইকেটে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ় জিতে নিলেন রোহিত শর্মারা। অ্যারন ফিঞ্চদের ৭ উইকেটে ১৮৭ রানের জবাবে ভারত এক বল বাকি থাকতেই তুলল ৪ উইকেটে ১৮৭ রান। ভারতের জয়ে ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিলেন বিরাট কোহলি এবং সূর্যকুমার যাদব। আগে বল হাতে অস্ট্রেলিয়াকে সমস্যায় ফেলেন অক্ষর পটেল।

জয়ের জন্য ১৮৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ব্যর্থ হলেন ভারতের দুই ওপেনারই। প্রথমেই আউট হলেন সহ-অধিনায়ক লোকেশ রাহুল (১)। অধিনায়ক রোহিত ভাল শুরু করেও আউট হলেন কামিন্সের বলে। তিনি করলেন ১৪ বলে ১৭ রান। দলের ইনিংসের হাল ধরলেন প্রাক্তন অধিনায়ক কোহলি। দুবাইয়ের পর তাঁকে আবার চেনা মেজাজে গেল নিজামের শহরে। ২২ গজে তাঁকে সঙ্গ দিলেন সূর্যকুমার যাদব। বেশি আগ্রাসী ছিলেন সূর্যকুমার। কোহলি তাঁকে তৃতীয় উইকেটের জুটিতে তাঁরা তুললেন ১০৪ রান। শেষ পর্যন্ত ৩৬ বলে ৬৯ রান করে গ্রিনের বলে আউট হলেন সূর্যকুমার। মারলেন ৫টি করে চার এবং ছয়। অর্ধশতরান করলেন কোহলিও। ৪৮ বলে ৬৩ রানের ইনিংস খেললেন তিনি। কোহলির ব্যাট থেকে এল ৩টি চার এবং ৪টি ছক্কা। ভাল ব্যাট করলেন হার্দিক পাণ্ড্যও। তিনি ১৬ বলে ২৫ রান করে অপরাজিত থাকলেন। মারলেন ২টি চার এবং ১টি ছক্কা। শেষ পর্যন্ত তাঁর সঙ্গে ২২ গজে ছিলেন দীনেশ কার্তিক (অপরাজিত ১)। অস্ট্রেলিয়ার সফলতম বোলার ড্যানিয়েল স্যামস ৩৩ রান দিয়ে ২ উইকেট নিলেন। একটি করে উইকেট জশ হেজ়লউড এবং প্যাট কামিন্স।

এর আগে টস জিতে অস্ট্রেলিয়াকে প্রথমে ব্যাট করতে পাঠান রোহিত। ওপেন করতে নেমে শুরু থেকেই ক্যামেরন গ্রিন আগ্রাসী ব্যাটিং শুরু করেন। ভারতের কোনও বোলারই তাঁর আগ্রাসনকে বাগে আনতে পারেননি। মাত্র ১৯ বলে অর্ধশতরান পূর্ণ করেন গ্রিন। শেষ পর্যন্ত ২১ বলে ৫২ রান করে আউট হয়ে যান গ্রিন। তাঁর ইনিংসে রয়েছে ৭টি চার এবং ৩টি বিশাল ছক্কা। ভুবনেশ্বর কুমারের বলে তিনি আউট হওয়ার পর ছন্দ হারাল অস্ট্রেলিয়ার ইনিংস। কারণ সফরকারীদের প্রথম সারির অন্য কোনও ব্যাটারই হায়দরাবাদের ২২ গজে সফল হলেন না। অন্য ওপেনার তথা অধিনায়ক ফিঞ্চ (৭), স্টিভ স্মিথ (৯), গ্লেন ম্যাক্সওয়েল (৬) দ্রুত সাজঘরে ফিরলেন। পর পর উইকেট হারিয়ে চাপে প়ড়ে যায় সফরকারীরা। বোলাররা লড়াইয়ে ফেরান ভারতকে। পরে অস্ট্রেলিয়ার ইনিংসকে আবার কিছুটা গতি দেওয়ার চেষ্টা করেন জস ইংলিস এবং টিম ডেভিড। পঞ্চম উইকেটের জুটিতে তাঁরা যোগ করেন ৩১ রান। ২৪ রান করে অক্ষরের বলে আউট হন ইংলিস। রান পেলেন না ম্যাথু ওয়েডও (১)। তাঁকেও ফেরালেন অক্ষর। এর পর স্যামসকে নিয়ে দলের ইনিংস টানলেন ডেভিড। ২৭ বলে ৫৪ রান করে আউট হলেন ডেভিড। মারলেন ২টি চার এবং ৪টি ছয়। স্যামস অপরাজিত থাকলেন ২০ বলে ২৮ রান করে। তাঁর ব্যাট থেকে এল ১টি চার এবং ২টি ছয়। অস্ট্রেলিয়ার ইনিংস শেষ হয় ৭ উইকেটে ১৮৬ রানে।

ভারতের সফলতম বোলার অক্ষর। তিনি ৩৩ রান দিয়ে ৩ উইকেট নিলেন। ২২ রানে ১ উইকেট যুজবেন্দ্র চহালের। ৩৯ রান দিয়ে ১ উইকেট ভুবনেশ্বর কুমারের। ১৮ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন হর্ষল পটেল। তবে চার ওভার বল করে ৫০ রান দিলেন যশপ্রীত বুমরা। কোনও উইকেট পেলেন না তিনি। এই প্রথম টি-টোয়েন্টি ক্রিকেটে ৫০ রান দিলেন বুমরা।

অন্য বিষয়গুলি:

India vs Australia T20I Rohit Sharma Virat Kohli hyderabad Aaron Finch Suryakumar Yadav Jasprit Bumrah
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy