রামকুমার রমানাথন। —ফাইল ছবি
ডেভিস কাপ টেনিসে চালকের আসনে ভারত। ওয়ার্ল্ড গ্রুপ ১ প্লে-অফে ডেনমার্কের বিরুদ্ধে প্রথম দু’টি সিঙ্গলসই জিতে ২-০ এগিয়ে গিয়েছে ভারত। দীর্ঘ দিন পরে টেনিস কোর্টে ফিরে জিতেছেন ইউকি ভামরি। জিতেছেন রামকুমার রমানাথনও।
প্রথম ম্যাচে রামকুমার ৬-৩, ৬-২ গেমে হারান ক্রিশ্চিয়ান সিগসগার্ডকে। পরের ম্যাচে ইউকি ৬-৪, ৬-৪ গেমে হারান ডেনমার্কের এক নম্বর খেলোয়াড় মিকাইল টর্পেগার্ডকে। রামকুমারের জিততে এক ঘণ্টা লাগে। ইউকি দেড় ঘণ্টায় ম্যাচ বার করেন।
দিল্লি জিমখানার ঘাসের কোর্টে এবং সমর্থকদের চিৎকারে শুরু থেকেই ভারতের প্রাধান্য ছিল। রামকুমার একটিও ব্রেক পয়েন্ট দেননি বিপক্ষকে। বিশেষ করে সার্ভিসে দুর্দান্ত ছিলেন তিনি।
ইউকিকে তুলনায় একটু কষ্ট করে জিততে হয়। প্রথম সেটে দু’জনেই শুরুতে সার্ভিস ব্রেক করেন। শেষ পর্যন্ত ইউকি নবম গেমে টর্পেগার্ডের সার্ভিস ব্রেক করে সেট জিতে নেন। দ্বিতীয় সেটে ইউকি ৪-০ গেমে এগিয়ে গিয়েছিলেন। তারপর টর্পেগার্ড ম্যাচে ফেরার একটা চেষ্টা করেন। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে।
শনিবার প্রথমে ডাবলস ম্যাচ। সেই ম্যাচে নামবেন রোহন বোপান্না-দিবিজ শরণ জুটি। তাঁদের সামনে জোহানেস ইনগিল্ডসেন ও ফ্রেডেরিক নিয়েলসেন জুটি। এই ম্যাচ জিতলেই টাই জিতে নেবে ভারত। সে ক্ষেত্রে ওয়ার্ল্ড গ্রুপ ১-এ খেলার যোগ্যতা অর্জন করবেন ইউকি-রামকুমাররা। শেষ দু’টি রিভার্স সিঙ্গলসে প্রথমে রামকুমার খেলবেন টর্পেগার্ডের বিরুদ্ধে। পরের ম্যাচে ইউকি খেলবেন সিগসগার্ডের সঙ্গে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy