রাষ্ট্রায়ত্ত সংস্থায় কাজ শেখার সুযোগ। হিন্দুস্থান এরোনটিক্স লিমিটেডের তরফে গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে। সংস্থার তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিযুক্তদের প্রতিষ্ঠানের বেঙ্গালুরুর দফতরে কাজ করতে হবে।
এরোনটিক্যাল, এরোস্পেস, এয়ারক্রাফ্ট মেনটেনেন্স, মেকানিক্যাল, ইন্ডাস্ট্রিয়াল, প্রোডাকশন, মেকাট্রনিক্স, মেটালার্জি, মেটিরিয়াল সায়েন্স, ইলেক্ট্রিক্যাল, ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স, ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, ইলেক্ট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ইনফরমেশন সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ইনফরমেশন টেকনোলজি— এই সমস্ত বিষয়ে ইঞ্জিনিয়ারিং শাখায় স্নাতক হয়েছেন, এমন ব্যক্তিদের প্রশিক্ষণ দেওয়া হবে। তবে শূন্যপদ সম্পর্কে কোনও তথ্য প্রকাশিত বিজ্ঞপ্তিতে দেওয়া হয়নি।
আরও পড়ুন:
-
জিয়োলজিস্ট-সহ বিভিন্ন বিভাগের শতাধিক পদে কর্মখালি, আবেদনের শর্তাবলি প্রকাশ করল ওএনজিসি
-
৫০০-র বেশি শূন্যপদে কর্মী প্রয়োজন ন্যাশনাল অ্যালুমিনিয়াম কোম্পানি লিমিটেডে
-
নার্সিং নিয়ে স্নাতকোত্তর স্তরে পড়ার সুযোগ, রাজ্যের কলেজগুলিতে শুরু হয়েছে ভর্তি প্রক্রিয়া
-
রাতের আকাশে ছয় গ্রহের সহাবস্থান! মহাজাগতিক মহালগ্ন নিয়ে বিশেষ আলোচনায় বিআইটিএম
প্রশিক্ষণ চলাকালীন প্রতি মাসে ভাতা হিসাবে ৯,০০০ টাকা বরাদ্দ করা হয়েছে। মোট এক বছরের জন্য তাঁদের প্রশিক্ষণ দেওয়া হবে। এ ক্ষেত্রে যাঁরা আগে অ্যাপ্রেন্টিসশিপের প্রশিক্ষণ নিয়েছেন, তাঁরা আবেদনের সুযোগ পাবেন না।
ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে। এর জন্য ন্যাটস পোর্টালে নাম নথিভুক্তকরণের নথি, বয়স এবং শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র সঙ্গে রাখা প্রয়োজন। এই সমস্ত নথি ২৭, ২৮, ২৯, ৩০ এবং ৩১ জানুয়ারি বেঙ্গালুরুর টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটে উপস্থিত থাকতে হবে। এই বিষয়ে সঠিক তথ্য জানতে সংস্থার ওয়েবসাইটে নজর রাখতে পারেন।