Advertisement
২২ জানুয়ারি ২০২৫
Photo

এ যে স্বয়ং ‘ছোট্ট বিলি’! রহস্যভেদ হতেই ১৭৩ টাকায় কেনা ছবির দাম ওঠে ৪৩ কোটি

পুরনো জিনিসের প্রতি আগ্রহ ছিল গুইজারোর। ঐতিহাসিক মূল্য রয়েছে এমন জিনিস কেনাবেচাও করতেন তিনি। ২০১০ সালে ক্যালিফোর্নিয়ার ফ্রেসনোয় গিয়ে একটি পুরনো সামগ্রীর দোকানে গিয়ে চোখ আটকে যায় তাঁর।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০২৫ ১৭:০৮
Share: Save:
০১ ১৪
How an American Man bought old Photo for 173 rupees and sold it for 43 crore

ধরুন আপনার কাছে এমন কিছু রয়েছে যা আপনার কাছে মূল্যহীন, মামুলি। কিন্তু অনেক বছর পরে জানতে পারলেন, ওই জিনিসেরই দাম কোটি কোটি টাকা!

০২ ১৪
How an American Man bought old Photo for 173 rupees and sold it for 43 crore

২০১৫ সালে তেমনটাই ঘটেছিল আমেরিকার এক ব্যক্তির সঙ্গে। ২০১০ সালে র‌্যান্ডি গুইজ়ারো নামে আমেরিকার এক বাসিন্দা ২ ডলারের (বর্তমান ভারতীয় মুদ্রায় প্রায় ১৭৩ টাকা) বিনিময়ে একটি পুরনো ছবি কিনে আনেন।

০৩ ১৪
How an American Man bought old Photo for 173 rupees and sold it for 43 crore

এর পাঁচ বছর পরে ২০১৫ সালে গিয়ে তিনি জানতে পারেন, ওই ছবিতে যাঁকে দেখা যাচ্ছে তিনি আর কেউ নন, আমেরিকার ইতিহাসে নাম থাকা কুখ্যাত এক ব্যক্তির।

০৪ ১৪
How an American Man bought old Photo for 173 rupees and sold it for 43 crore

পুরো বিষয়টি জানতে পেরে ছবিটি নিলামে তুলেছিলেন গুইজ়ারো। নিলামে ছবিটি বিক্রি হয় ৪৩ কোটি টাকায়!

০৫ ১৪
How an American Man bought old Photo for 173 rupees and sold it for 43 crore

গুইজ়ারোর সঙ্গে ঘটে যাওয়া সেই অবিশ্বাস্য ঘটনা সম্প্রতি প্রকাশ করা হয়েছে ‘@ফ্যাক্ট’ নামে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে।

০৬ ১৪
How an American Man bought old Photo for 173 rupees and sold it for 43 crore

পুরনো জিনিসের প্রতি আগ্রহ ছিল গুইজ়ারোর। ঐতিহাসিক মূল্য রয়েছে এমন জিনিস কেনাবেচাও করতেন তিনি। ২০১০ সালে ক্যালিফোর্নিয়ার ফ্রেসনোয় একটি পুরনো সামগ্রীর দোকানে গিয়ে চোখ আটকে যায় তাঁর।

০৭ ১৪
How an American Man bought old Photo for 173 rupees and sold it for 43 crore

তিনটি ছবির ‘নেগেটিভ’ দেখে সেগুলি কেনার সিদ্ধান্ত নেন তিনি। প্রাথমিক ভাবে দোলাচলে থাকলেও পরে তিনি ২ ডলারের বিনিময়ে কিনে নেন ‘নেগেটিভ’ ছবিগুলি।

০৮ ১৪
How an American Man bought old Photo for 173 rupees and sold it for 43 crore

ছবিগুলি ছাপানোর পর একটি বিশেষ ছবি নিয়ে কৌতূহলী হয়ে পড়েন গুইজ়ারো। সেই ছবিতে এমন এক জনের মুখ ছিল, যা তাঁর পরিচিত বলে মনে হয়েছিল।

০৯ ১৪
How an American Man bought old Photo for 173 rupees and sold it for 43 crore

বেশ কয়েক দিন গবেষণা করার পর গুইজ়ারো সেই ছবিটি এক চিত্রশিল্পীর কাছে নিয়ে গিয়েছিলেন। ওই চিত্রশিল্পী অতীতে আমেরিকার জাতীয় নিরাপত্তা সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন।

১০ ১৪
How an American Man bought old Photo for 173 rupees and sold it for 43 crore

তিনি গুইজ়ারোকে জানান, ওই ছবিতে যাঁকে দেখা যাচ্ছে, তিনি ‘বিলি দ্য কিড’। উনিশ শতকের এক জন কুখ্যাত এবং অতি পরিচিত ব্যক্তিত্ব এই বিলি। ‘বিলি দ্য কিড’-এর হাতেগোনা যে ক’টি ছবি ছিল তার মধ্যে এটি একটি।

১১ ১৪
How an American Man bought old Photo for 173 rupees and sold it for 43 crore

‘বিলি দ্য কিড’ ছিলেন আমেরিকার এক জন কুখ্যাত অপরাধী। আসল নাম ছিল হেনরি ম্যাককার্টি ওরফে উইলিয়াম এইচ বনি।

১২ ১৪
How an American Man bought old Photo for 173 rupees and sold it for 43 crore

১৮৫৯ সালে বিলির জন্ম। মারা গিয়েছিলেন ১৮৮১ সালে। মাত্র ২২ বছরেই অপরাধ জগতের মুকুটহীন সম্রাট হয়ে উঠেছিলেন তিনি। বন্দুকবাজ হিসাবেও কুখ্যাতি কুড়িয়েছিলেন তিনি। গুলি করে মোট ন’জনকে খুনের অভিযোগ ছিল বিলির বিরুদ্ধে।

১৩ ১৪
How an American Man bought old Photo for 173 rupees and sold it for 43 crore

বিলির অত্যাচারে অতিষ্ঠ হয়ে ১৮৮০ সালে তাঁর মাথার দাম ধার্য করে আমেরিকার তৎকালীন প্রশাসন। আইনের চোখে অপরাধী হলেও অনেকের কাছেই বিলি ছিলেন ‘নায়ক’। বিলির অনুরাগীর সংখ্যাও কম ছিল না।

১৪ ১৪
How an American Man bought old Photo for 173 rupees and sold it for 43 crore

গুইজ়ারোর হাতে বিলির যে ছবিটি এসেছিল, সেটি ১৮৭৮ সালে তোলা হয়েছিল বলে মনে করা হয়। সেই ছবিই নিলামে ৪৩ কোটি টাকায় বিক্রি করেছিলেন গুইজ়ারো। এক জন সংগ্রাহক ব্যক্তিগত সংগ্রহের জন্য সেই ছবিটি কিনেছিলেন।

সব ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy