Advertisement
২২ জানুয়ারি ২০২৫
গত বছরের নভেম্বর মাসের ইপিএফওর সদস্য সংখ্যা প্রকাশ করেছে কেন্দ্রীয় শ্রম মন্ত্রক। সেখানে নতুন গ্রাহকের সংখ্যা অনেকটা বেড়েছে বলে জানিয়েছে সরকার।
EPFO Registration

নভেম্বরে সদস্য বেড়ে ১৪.৬৩ লক্ষ, প্রভিডেন্ট ফান্ডের গ্রাহক বৃদ্ধিতে ঊচ্ছ্বসিত কেন্দ্র

EPFO net members increase to 14.63 lakh at November 2024 says Labour Ministry
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০২৫ ১৭:১৭
Share: Save:

এমপ্লোয়িজ় প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজ়েশন বা ইপিএফওর সদস্য সংখ্যা বেড়ে দাঁড়াল প্রায় ১৫ লক্ষ। নতুন বছরের (পড়ুন ২০২৫) গোড়ায় এই তথ্য দিল কেন্দ্রীয় শ্রম মন্ত্রক। সরকারের দাবি, দেশ জুড়ে বেসরকারি শিল্প সংস্থাগুলিতে বেড়েছে কর্মসংস্থান। আর সেই সঙ্গে পাল্লা দিয়ে বৃদ্ধি পেয়েছে প্রভিডেন্ট ফান্ডের গ্রাহক সংখ্যা। এই সূচক আগামী দিনে আরও ঊর্ধ্বমুখী হবে বলে মনে করছে কেন্দ্র।

চলতি বছরের (পড়ুন ২০২৫) ২১ জানুয়ারি, ইপিএফওর সদস্য সংখ্যা প্রকাশ করে কেন্দ্রীয় শ্রম মন্ত্রক। সেখানে বলা হয়েছে, ২০২৪ সালের নভেম্বর মাসে এতে যুক্ত হওয়া মোট গ্রাহকের সংখ্যা দাঁড়িয়েছে ১৪.৬৩ লক্ষ। অক্টোবরের তুলনায় নভেম্বরে ইপিএফওর সদস্য বৃদ্ধি পেয়েছে ৯.০৭ শতাংশ। আবার ২০২৩ সালের নভেম্বরের তুলনায় বছরের হিসাবে প্রভিডেন্ট ফান্ডের গ্রাহক সংখ্যা ৪.৮৮ শতাংশ ঊর্ধ্বমুখী ছিল।

শ্রম মন্ত্রক জানিয়েছে, নভেম্বরে ৮.৭৪ লক্ষ নতুন সদস্য পেয়েছে ইপিএফও। অক্টোবরের তুলনায় নতুন গ্রাহকের সংখ্যা বেড়েছে ১৬.৫৮ শতাংশ। বছর থেকে বছরের হিসাবে সূচক ১৮.৮ শতাংশ উপরের দিকে উঠেছে বলে জানা গিয়েছে।

এর পাশাপাশি বয়স ভিত্তিক গ্রাহক সংখ্যা বৃদ্ধির বিষয়টি নিয়েও তথ্য দিয়েছে কেন্দ্র। গত বছরের নভেম্বরে ইপিএফওতে সংযুক্ত হওয়া নতুন গ্রাহকদের মধ্যে ৫৪.৯৭ শতাংশের বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে বলে জানিয়েছে সরকার। এই ধরনের সদস্যের সংখ্যা ৪.৮১ লক্ষ বলে জানা গিয়েছে। অক্টোবরে ১৮ থেকে ২৫ বছর বয়সী নতুন গ্রাহকের সংখ্যা ৯.৫৬ শতাংশ বৃদ্ধি পেয়েছিল।

নভেম্বর মাসে ১৮ থেকে ২৫ বছর বয়সী সদস্যদের মধ্যে প্রায় ৫.৮৬ লক্ষের বার্ষিক বেতনের তথ্য পাওয়া গিয়েছে। অক্টোবরের তুলনায় এতে ৭.৯৬ শতাংশ বৃদ্ধি দেখা গিয়েছে। এই তথ্যে এটা স্পষ্ট যে ইপিএফওতে সংযুক্ত হওয়া বেশির ভাগ সদস্যই তরুণ এবং তাঁরা প্রথম বারের চাকরিপ্রার্থী, জানিয়েছে মন্ত্রক।

অন্য বিষয়গুলি:

EPFO EPF Employees Provident Fund Organization Provident Fund
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy