আইপিএল শুরুর দু’দিন আগে তিনটি বদল আনল ভারতীয় ক্রিকেট বোর্ড। বলে থুতু লাগানো যাবে এ বার থেকে, যা প্রত্যাশিতই ছিল। কোনও অধিনায়কই দ্বিমত প্রকাশ করেননি। তবে সবচেয়ে উল্লেখযোগ্য হল, দ্বিতীয় ইনিংসে যে দল বল করবে তারা দু’টি নতুন বল ব্যবহার করতে পারবে। একটি ইনিংস শুরুর সময়ে। একটি মাঝে। এ ছাড়া, ওয়াইডের থেকে হক-আই ব্যবহার করা যাবে।
বৃহস্পতিবার মুম্বইয়ে আইপিএলের সব দলের অধিনায়কদের নিয়ে হওয়া ‘ক্যাপ্টেন্স মিট’-এ বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে। দ্বিতীয় নতুন বল ব্যবহার করা যাবে দ্বিতীয় ইনিংসের ১১তম ওভারের পর। যে কোনও সময়ে নতুন বল নেওয়া যাবে। ঠিক করবে ফিল্ডিং করা দল।
আইপিএল চলার সময় ভারতের বিভিন্ন মাঠেই শিশির পড়ে। সেটা মাথায় রেখে টসে জেতা দলের অধিনায়ক আগে বল করার সিদ্ধান্ত নেন। পরের দিকে শিশির পড়লে বোলারদের বল করতে অসুবিধা হয়। প্রথমত, বল ভিজে থাকার কারণে হাতে ধরতে (গ্রিপ) সমস্যা হয়। স্পিনারেরা বল ঘোরাতে পারেন না।
দ্বিতীয়ত, আউটফিল্ড ভিজে থাকায় বল দ্রুত গতিতে ছোটে। চারের সম্ভাবনা অনেক বেড়ে যায়। দুই দলকেই সমান সুবিধা দিতে এই নিয়ম চালু করছে বোর্ড। এ বার থেকে টসে জিতে শিশিরের কথা ভেবে পরে বল নিলে সমস্যা হতে পারে।
তবে নতুন বল ব্যবহারের ক্ষেত্রে নিয়মও রয়েছে। জানা গিয়েছে, দ্বিতীয় ইনিংসের ১১তম ওভারের পর আম্পায়ারেরা বল পরীক্ষা করবেন। যদি অত্যধিক শিশির থাকে, তা হলেই বোলিং করা দল নতুন ব্যবহারের অনুমতি পাবে। সেই বল অবশ্য চকচকে পালিশ করা বল নয়। ক্ষয়াটে, চটে যাওয়া বলই দেওয়া হবে। শুধু সেই বলটি ভিজে থাকবে না। এ ছাড়া, দুপুরের ম্যাচে এই নিয়ম প্রযোজ্য হবে না।
আরও পড়ুন:
দ্বিতীয় নতুন নিয়মটি হল, এ বার থেকে উচ্চতা এবং অফ স্টাম্পের বাইরের ওয়াইড বলে ডিআরএস নেওয়া হলে, হক-আই এবং বল ট্র্যাকিং প্রযুক্তি ব্যবহার করা হবে। ওয়াইডের ক্ষেত্রে ডিআরএসের নিয়ম আগের বছর থেকেই চালু করা হয়েছিল। এ বার এল প্রযুক্তির ব্যবহার।
থুতু নিয়ে নিষেধাজ্ঞা তুলতে সমর্থন জানিয়েছেন বেশির ভাগ অধিনায়কই। সব দলের অধিনায়কের কাছে পরামর্শ চাওয়া হয়েছিল। কেউ কেউ মৃদু আপত্তি তুলেছিলেন। তবে বেশির ভাগেরই মত ছিল নিষেধাজ্ঞা ওঠানোয়। সেটাই হয়েছে।
- চলতি বছর আইপিএলের ১৮তম বর্ষ। ২০০৮ সাল থেকে শুরু হয়েছিল এই প্রতিযোগিতা। এখন এই প্রতিযোগিতায় খেলে মোট ১০টি দল। তাদের মধ্যেই চলে ভারতসেরা হওয়ার লড়াই।
- গত বার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা নাইট রাইডার্স। তিন বার এই ট্রফি জিতেছে তারা। মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস পাঁচ বার করে চ্যাম্পিয়ন হয়েছে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, দিল্লি ক্যাপিটালস, পঞ্জাব কিংস ও লখনউ সুপার জায়ান্টস এখনও পর্যন্ত এক বারও আইপিএল জিততে পারেনি।
-
২৩:১৩
অবশেষে ১৭ বছর পর ধোনিদের দুর্গে ফাটল ধরালেন কোহলিরা, বেঙ্গালুরুর কাছে ৫০ রানে পর্যুদস্ত চেন্নাই -
২১:৪৮
আইপিএলের সূচিতে বদল, দু’দিন পিছোল কলকাতা-লখনউ ম্যাচ, কোথায় হবে খেলা? -
২০:৫১
০.১২ সেকেন্ডের পর ০.০৯ সেকেন্ড! আবার স্টাম্প ধোনির, উইকেটের পিছনে আরও ক্ষিপ্র মাহি -
১৯:০১
আইপিএলে টানা দ্বিতীয় জয় বেঙ্গালুরুর, কোহলিদের কাছে কোন পথে হারলেন ধোনিরা? -
১৭:৩৬
আইপিএলের পুরস্কার বিতরণ নিয়ে খুশি নন অশ্বিন, কী কারণে ক্ষুব্ধ চেন্নাইয়ের স্পিনার?