অ্যাডিলেড টেস্টে দুর্দান্ত ধারাবাহিকতা দেখিয়েছেন পূজারা। ছবি: পিটিআই।
দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ায় টেস্ট জিতে অনন্য রেকর্ড গড়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহালি। আর তাঁর সেই কৃতিত্বে বড় অবদান রয়েছে চেতেশ্বর পূজারার।
জোহানেসবার্গ, ট্রেন্টব্রিজ ও অ্যাডিলেড, চলতি বছরে এই তিন টেস্ট জিতেছে ভারত। আর এই তিন টেস্টের প্রতিটিতেই অন্তত একটা হাফ-সেঞ্চুরি রয়েছে পূজারার। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জোহানেসবার্গে যেমন প্রথম ইনিংসে ১৭১ বলে ৫০ রান করেছিলেন তিনি। ট্রেন্টব্রিজে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে ২০৮ বলে ৭২ রান আসে সৌরাষ্ট্রের যুবকের ব্যাটে।
আর সদ্যসমাপ্ত অ্যাডিলেড টেস্টে পূজারাই ম্যাচের নায়ক। প্রথম ইনিংসে ২৪৬ বলে করেন ১২৩ রান। দ্বিতীয় ইনিংসে ২০৪ বলে করেন ৭১ রান। ম্যাচের সেরার পুরস্কার নিয়ে পূজারা বলেন, “এখানে আগে খেলেছিলাম। সেটা কাজে এসেছে। আসলে প্রস্তুতি কাজে এসেছে। টেস্ট জেতার জন্য কৃতিত্বের দাবিদার হল বোলাররা। প্রথম ইনিংসে ১৫ রানের লিড পেয়েছিলাম। এটা দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামার সময় আত্মবিশ্বাস জুগিয়েছিল। নিজের ক্ষমতায় বরাবর আস্থা রেখেছি। আর অভিজ্ঞতা তো ছিলই।”
আরও পড়ুন: জয় দিয়ে টেস্ট সিরিজ শুরু অস্ট্রেলিয়ায়! হ্যাঁ, এই প্রথমবার
আরও পড়ুন: পাঁচ মহাদেশেই টেস্ট জয়, প্রথম এশীয় ক্যাপ্টেন হিসেবে নজির বিরাট কোহালির
ম্যাচের সেরার ট্রফি হাতে নিয়ে পূজারার মুখে শোনা গিয়েছে বাবা অরবিন্দ পূজারার কথা। তিনি বলেছেন, “বাবা নিশ্চয়ই গর্বিত। কেরিয়ার জুড়ে আমাকে যে সাহায্য করে গিয়েছেন, তার জন্য ধন্যবাদ জানাতে চাইব।” সাংবাদিক সম্মেলনে ভারত অধিনায়ক বিরাট কোহালি আবার ধন্যবাদ জানিয়েছেন তাঁকে। অ্যাডিলেড টেস্ট জয়ে পূজারার অবদানের প্রশংসায় মেতেছে ক্রিকেটমহলও। সচিন তেন্ডুলকর, বীরেন্দ্র সহবাগদের টুইটে উঠে আসছে তাঁর নাম। সচিনকে পাল্টা টুইট করে ধন্যবাদও জানিয়েছেন তিনি।
Thank you so much Sachin Paaji! I'm delighted to know that it brought you back some happy memories! @sachin_rt
— cheteshwar pujara (@cheteshwar1) December 10, 2018
Cheteshwar Pujara is the only batsman to score 50+ in all of India's three away wins in 2018:
— Deepu Narayanan (@deeputalks) December 10, 2018
50 off 179, 1st inngs, Joburg
72 off 208, 2nd inngs, Trent Bridge
123 (246) & 71 (204), Adelaide#AUSvIND
For his 194 gritty runs that turned the match, Cheteshwar Pujara is Player of the Match! #AUSvIND pic.twitter.com/wjI6Y6TxLR
— ICC (@ICC) December 10, 2018
Wanderers, Trent Bridge and now Adelaide - India have now won a Test in South Africa, England and Australia in the same year. Cheteshwar Pujara has been a major contributor in each of these wins. Time for some perceptions to change. #Che #AUSvIND
— Ajesh Ramachandran (@Edged_and_taken) December 10, 2018
India have had three away wins in 2018. Pujara scored a half century in the Johannesberg win, 72 at Trent Bridge and a total of 194 runs here at Adelaide. Clearly shows his immense value in away test wins, has been a standout performer #AusvInd
— Mohammad Kaif (@MohammadKaif) December 10, 2018
It's been a great first match at the Adelaide Oval! Thank you so much for your wishes. Really delighted with the way we played as team and put up a great fight! On to the next one now! #AUSvIND pic.twitter.com/xIEe8shsBO
— cheteshwar pujara (@cheteshwar1) December 10, 2018
Test Cricket is Best Cricket. Great fight by Australia in the end but India were too good. Winning after being 41-4 in first innings is a special effort. Outstanding Test match for Pujara and great effort from our bowlers. Promises to be a great series #AusvInd pic.twitter.com/PEYzKuBsap
— Virender Sehwag (@virendersehwag) December 10, 2018
We are proud of your contribution Pujara. We should now aim to win the series, which is long overdue in Australia.
— Harish Nadig (@Harishnadig1) December 10, 2018
Cheteshwar #Pujara is the epitome of test #cricket. The guy's patience, resilience, endurance, composure, execution, judgement and applicability is unparalled in test cricket. I have been following him for years and ive been mightily impressed. #AusvInd
— darlington (@tahuona_) December 10, 2018
(আইসিসি বিশ্বকাপ হোক বা আইপিএল, টেস্ট ক্রিকেট, ওয়ান ডে কিংবা টি-টোয়েন্টি। ক্রিকেট খেলার সব আপডেট আমাদের খেলা বিভাগে।)
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy