সিএবি লিগের মোহনবাগান বনাম ভূকৈলাসের ম্যাচে গন্ডগোল বেধে গেল শুক্রবার। আম্পায়ারের এক সিদ্ধান্তকে কেন্দ্র করে। এ দিন প্রথমে ব্যাট করে ভূকৈলাস ১৮৩ রানে অলআউট হয়ে যায়। মোহনবাগানের প্রীতম চক্রবর্তী পাঁচ উইকেট পান (৫-৪১)। কিন্তু গন্ডগোলটা তখন নয়, বাধে মোহনবাগান (আপাতত ১০৩-৩) ব্যাট করার সময়। অভিযোগ, মোহনবাগানের পরপর উইকেট পড়ার সময় নাকি খারাপ আলোর কারণে আচমকা ম্যাচ বন্ধ করে দেন আম্পায়ার পুলক চট্টোপাধ্যায়। যা নিয়ে ভূকৈলাস একটা চিঠিও দিয়েছে সিএবি-কে। বলা হচ্ছে, ব্যাট করার সময় দু’টো এলবিডব্লিউ সিদ্ধান্ত তাদের বিপক্ষে গিয়েছে। তার পর মোহনবাগানের পরপর দু’টো উইকেট যাওয়ার পর আম্পায়ার খারাপ আলোর কারণে ম্যাচ আচমকা বন্ধ করে দেন। যেখানে অন্যান্য মাঠে কি না খেলা চলছিল। ভূকৈলাস সচিব মিন্টু দাস বললেন, ‘‘আমরা আম্পায়ারের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলছি না। কিন্তু ঘটনাটা সিএবিকে জানিয়েছি।’’
লিগের অন্যান্য ম্যাচে কালীঘাট ২৮১-৫ তুলল জর্জ টেলিগ্রাফের বিরুদ্ধে। সেঞ্চুরি অভিষেক চক্রবর্তীর (১০২)। স্পোর্টিং ইউনিয়ন ৪৩৯-৪ বিএনআরের বিরুদ্ধে। সেঞ্চুরি সুগত দত্ত (১৪১ ন:আ:), রশ্মিরঞ্জন দাস (১৩৭) ও সুরজিৎ দাসের (১০২)। কলকাতা পোর্ট ট্রাস্ট আবার ৯৭ রানে অলআউট হয়ে গেল ডালহৌসির বিরুদ্ধে। ডালহৌসির মহম্মদ ইমতিয়াজ আলম ৭-২৯।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy