Biopics on sportspersons who made India proud dgtl
Biopics
রুপোলি পর্দায় সোনালি জীবনের ইতিহাস: ধোনি থেকে আনন্দ, ভাইচুং থেকে সানিয়া
ভারতের যে সব ক্রীড়াবিদকে নিয়ে বায়োপিক হয়েছে, বা হচ্ছে তার সুলুকসন্ধান।
নিজস্ব প্রতিবেদন
কলকাতাশেষ আপডেট: ১৩ ডিসেম্বর ২০২০ ১৯:৪১
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১২১
ভারতের যে সব ক্রীড়াবিদকে নিয়ে বায়োপিক হয়েছে, বা হচ্ছে তার সুলুকসন্ধান।
০২২১
তৈরি হচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন গ্র্যান্ডমাস্টার বিশ্বনাথন আনন্দের বায়োপিক। ‘তন্নু ওয়েডস মন্নু’ খ্যাত পরিচালক আনন্দ এল রাই এই ছবি তৈরি করছেন। এর আগে বলিউডে অনেক বায়োপিক তৈরি হয়েছে।
০৩২১
উল্লেখযোগ্য প্রথম বায়োপিক ‘পান সিংহ তোমর’। স্টিপলচেস অ্যাথলিট পান সিংহ তোমরকে নিয়ে তৈরি এই ছবিতে অভিনয় করেছেন ইরফান খান। পরিচালক তিগমানসু ঢুলিয়া। মুক্তি পায় ২০১২ সালের ২ মার্চ।
০৪২১
অ্যাথলিট মিলখা সিংয়ের জীবন-নির্ভর ছবি ‘ভাগ মিলখা ভাগ’ মুক্তি পায় ২০১৩ সালের ১২ জুলাই। রাকেশ ওমপ্রকাশ মেহরা পরিচালিত ছবিতে মিলখার ভূমিকায় অভিনয় করেন ফারহান আখতার।
০৫২১
বিশ্বচ্যাম্পিয়ন বক্সার মেরি কমকে নিয়ে ছবি ‘মেরি কম’ মুক্তি পায় ২০১৪ সালের ৫ সেপ্টেম্বর। ওমাং কুমার পরিচালিত ছবিতে মেরির ভূমিকায় অভিনয় করেছেন প্রিয়ঙ্কা চোপড়া।
০৬২১
ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিনের বায়োপিক ‘আজহার’ মুক্তি পায় ২০১৬ সালের ১৩ মে। নাম ভূমিকায় ইমরান হাসমি। ছবিটির পরিচালক টনি ডিসুজা।
০৭২১
দৌড়বিদ পাঁচ বছরের ছোট্ট বুধিয়া সিংহকে নিয়ে তৈরি হয় ‘বুধিয়া সিংহ: বর্ন টু রান’ ছবি। সৌমেন্দ্র পাধির পরিচালনায় ছবিটি মুক্তি পায় ২০১৬ সালের ৫ অগস্ট। অভিনয় করেন মনোজ বাজপেয়ী, ময়ুর মহেন্দ্র পাতোলে, তিলোত্তমা সোম।
০৮২১
ভারতীয় কুস্তিতে ফোগট বোনেদের নিয়ে তৈরি হয় ‘দঙ্গল’। নীতেশ তিওয়ারির পরিচালনায় ছবিটি মুক্তি পায় ২০১৬ সালের ২৩ ডিসেম্বর। অভিনয় করেন আমির খান, ফতিমা সানা শেখ, জায়রা ওয়াসিম, সান্য মালহোত্র।
০৯২১
সচিন তেন্ডুলকরকে নিয়ে বায়োপিক না হলেও তৈরি হয়েছে তথ্যচিত্র ‘সচিন: আ বিলিয়ন ড্রিমস’। জেমস আর্সকিনের পরিচালনায় এটি মুক্তি পায় ২০১৭ সালের ২৬ মে। মিউজিক এ আর রহমানের। সচিন ছাড়াও ছবিতে রয়েছেন এম এস ধোনি, বীরেন্দ্র সহবাগ।
১০২১
ভারতের বিশ্বকাপজয়ী ক্রিকেট অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির বায়োপিক ‘এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’ মুক্তি পায় ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর। ধোনির ভূমিকায় ছিলেন সুশান্ত সিংহ রাজপুত। এছাড়াও অভিনয় করেন দিশা পাটানি, কিয়ারা আদবানি, অনুপম খের।
১১২১
ভারতের সর্বকালের অন্যতম সেরা হকি খেলোয়াড় বলবীর সিংহকে নিয়ে তৈরি ছবি ‘গোল্ড’ মুক্তি পায় ২০১৮ সালের ১৫ অগস্ট। রিমা কাগতির পরিচালনায় এই ছবিতে বলবীরের ভূমিকায় অভিনয় করেন অক্ষয় কুমার।
১২২১
২০১৮ সালের অক্টোবরে মুক্তি পেয়েছে ‘ফ্লিকার সিং’। গুলিবিদ্ধ হয়েও ভারতীয় হকি দলে প্রত্যাবর্তন হয়েছিল সন্দীপ সিংহের। তাঁর জীবনী নিয়ে এই ছবি। শাদ আলির পরিচালনায় এই ছবিতে সন্দীপের ভূমিকায় আছেন দিলজিত দোসানঝ। রয়েছেন তাপসী পান্নুও।
১৩২১
আনন্দের মতোই আরও বেশ কয়েকজন খেলোয়াড়ের বায়োপিক তৈরি হবে, বা হচ্ছে। এঁদের মধ্যে রয়েছেন ভারতীয় মহিলা দলের ক্রিকেটার মিতালি রাজ। রাহুল ঢোলাকিয়ার ছবি ‘সাব্বাস মিঠু’-তে তাঁর ভূমিকায় অভিনয় করছেন তাপসী পান্নু।
১৪২১
ব্যাডমিন্টন তারকা সাইনা নেহালের বায়োপিক তৈরি করছেন পরিচালক অমল গুপ্তে। প্রথমে সাইনার ভূমিকায় শ্রদ্ধা কপুরের অভিনয় করার কথা থাকলেও এখন এই চরিত্রে দেখা যাবে পরিণীতি চোপড়াকে।
১৫২১
তৈরি হচ্ছে ‘ঝুন্ড’। এটি কোনও খেলোয়াড়ের বায়োপিক নয়। সমাজের পিছিয়ে পড়া বাচ্চাদের উৎসাহ দেওয়ার জন্য তৈরি এনজিও ‘স্লাম সকার’-এর প্রতিষ্ঠাতা বিজয় বারসের বায়োপিক এটি। নাগরাজ মনজুলের পরিচালনায় ছবিটিতে বারসের ভূমিকায় দেখা যাবে অমিতাভ বচ্চনকে।
১৬২১
ভাইচুং ভুটিয়ার জীবন নিয়ে তৈরি হচ্ছে ‘গোল’। পরিচালক আনন্দ কুমার।ভাইচুংয়ের চরিত্রে কে অভিনয় করবেন, ঠিক হয়নি। টাইগার শ্রফের নাম শোনা যাচ্ছিল।
১৭২১
বায়োপিক তৈরির তালিকায় আছে সানিয়া মির্জার নামও। এই টেনিস তারকার বায়োপিক তৈরি করবেন রনি স্ক্রুওয়ালা। চুক্তি সই হয়ে গিয়েছে। তবে সানিয়ার চরিত্রে কে অভিনয় করবেন, এখনও ঠিক হয়নি।
১৮২১
অলিম্পিকে ব্যক্তিগত পর্যায়ে ভারতকে প্রথম সোনা এনে দেওয়া শ্যুটার অভিনব বিন্দ্রার বায়োপিক তৈরি করছেন কান্নন আইয়ার। এই ছবিতে একসঙ্গে অভিনয় করতে দেখা যাবে অনিল কপুর ও তাঁর ছেলে হর্ষবর্ধন কপুরকে।
১৯২১
মাত্র দ্বিতীয় ভারতীয় হিসেবে অল ইংল্যান্ড ব্যাডমিন্টন খেতাব জেতা পুল্লেলা গোপীচন্দর বায়োপিকের পরিচালক প্রবীণ সত্তারু। হিন্দি, ইংরাজি ও তেলুগু ভাষায় তৈরি হবে এই ছবি। গোপীচন্দর ভূমিকায় অভিনয় করবেন দক্ষিণের সুধীর বাবু।
২০২১
কিংবদন্তি হকি খেলোয়াড় ধ্যানচাঁদের বায়োপিকও তৈরি হচ্ছে। পরিচালক রোহিত বেদ। ছবিটি প্রযোজনা করছেন মহেন্দ্র সিংহ ধোনি। ধ্যানচাঁদের ভূমিকায় অভিনয় করছেন বরুণ ধওয়ন।
২১২১
সাইনা, গোপীচন্দর পর ব্যাডমিন্টন জগতের পিভি সিন্ধুও এই তালিকা থেকে বাদ পড়েননি। এই ছবি তৈরি করছেন অভিনেতা সোনু সুদ। সিন্ধুর ভূমিকায় তাঁর পছন্দ দীপিকা পাড়ুকোনকে। তবে চূড়ান্ত কিছু ঠিক হয়নি।