Advertisement
০৫ নভেম্বর ২০২৪
Sports News

শুরুটা ভাল করেও শেষে ধাক্কা খেল বাংলাদেশের ব্যাটিং

শেষ বিকেলে এলোমেলো বাংলাদেশ। জোড়া ধাক্কার রেশ কাটতে না কাটতেই আরও একটি বড় ধাক্কা। সাব্বির রহমানও বিলিয়ে এলেন উইকেট! ধসের পর সাকিবের ব্যাটিং দেখে মনে হচ্ছিল বুঝি টি২০।

পিচ দেখতে ব্যস্ত বাংলাদেশের ক্রিকেটাররা। ছবি: এএফপি।

পিচ দেখতে ব্যস্ত বাংলাদেশের ক্রিকেটাররা। ছবি: এএফপি।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৬ মার্চ ২০১৭ ১৯:০৮
Share: Save:

শেষ বিকেলে এলোমেলো বাংলাদেশ। জোড়া ধাক্কার রেশ কাটতে না কাটতেই আরও একটি বড় ধাক্কা। সাব্বির রহমানও বিলিয়ে এলেন উইকেট! ধসের পর সাকিবের ব্যাটিং দেখে মনে হচ্ছিল বুঝি টি২০। যেন চার-ছক্কা চাই প্রতি বলেই!

১১ রানে বেঁচে গেলেন উপুল থারাঙ্গা ক্যাচ মিস করায়। আর একবার অল্পের জন্য ক্যাচ আউট হলেন না। তার পরও সাকিবের চালিয়েই খেলতে চাইলেন। শেষ পর্যন্ত থামতে বাধ্য হলেন দিনের খেলা শেষ হওয়ায়। শেষ কয়েক মিনিটের প্রবল উৎকণ্ঠাও থামল।
তবে সাকিবের ব্যাটিংয়ের জাগিয়ে রাখল শঙ্কাও। এ ভাবে খেলতে থাকলে আউট হতে কতক্ষণ?
৮ বলে ১৮ রানের টি২০ ইনিংসে অপরাজিত সাকিব। মুশফিক অপরাজিত ২ রানে। বাংলাদেশ দিন শেষ করেছে ৫ উইকেটে ২১৪ রানে।
প্রথম ইনিংসে শ্রীলঙ্কা তুলেছিল ৩৩৮।
এর আগে বৃহস্পতিবার ম্যাচের দ্বিতীয় দিন তামিম ইকবাল ও সৌম্য সরকার খেলা শুরু করেছিলেন নিজেদের ছন্দেই। ৪৯ রানে আউট হন তামিম। হেরাথের বলে এলবিডব্লু হন বাংলাদেশি ওপেনার।
শুরুতে আম্পায়ার অবশ্য আউট দেননি তামিমকে, পরে রিভিউ চান হেরাথ। রিপ্লেতে দেখা যায়, বল তামিমের প্যাডে লেগে সোজা মিডল স্টাম্পে লাগত। এরপর টিভি আম্পায়ার আউট দেন তামিমকে। এরপর হাফ সেঞ্চুরি করার পর আউট হন সৌম্য সরকার। সান্দাকালের বলে বোল্ড হন এই ওপেনার। এটি সৌম্যর টানা তৃতীয় হাফ সেঞ্চুরি।

আরও খবর: অস্ট্রেলিয়াকে টেনে তুললেন ক্যাপ্টেন স্মিথ, সঙ্গী ম্যাক্সওয়েল

সৌম্য বিদায় নেওয়ার পর ইমরুল কায়েস ও সাব্বির রহমান মিলে ৬২ রানের পার্টনারশিপ গড়েন। এর পরই টাইগার শিবিরে জোড়া আঘাত হানেন সান্দাকান। ৫৭তম ওভারের চতুর্থ বলে ইমরুল কায়েস ও পঞ্চম বলে তাইজুল ইসলামকে ফিরিয়ে দিয়ে বাংলাদেশকে চাপে ফেলে দেন এই বোলার। এর পরের ওভারে সাব্বিরকে ফিরিয়ে দেন লাকমল।
এর আগে প্রথম ইনিংসে ৩৩৮ রান করে অলআউট হয় শ্রীলঙ্কা।
গতকাল প্রথম সেশনের পর থেকেই একা শ্রীলঙ্কাকে টেনে তুলেছেন দীনেশ চান্দিমাল। লঙ্কানদের স্কোরটা ৩০০ রানের কোটা পার করেই আউট হন এই মিডল অর্ডার ব্যাটসম্যান। মিরাজের বলে সৈকতের তালুবন্দি হওয়ার আগে ১৩৮ রান করেন চান্দিমাল। এর পর ইনিংসের শেষ ব্যাটসম্যান হিসেবে লাকমলকে আউট করেন শুভাশিস রায়। ৩৫ রান করেন লাকমল। লঙ্কানদের ইনিংসটা যে ৩৩০ রানের কোটা পার হল তাতে সব থেকে বেশি অবদান এই দু’জনেরই।
প্রথম দিনের সাত উইকেটে ২৩৮ রান নিয়ে আজ দ্বিতীয় দিন শুরু করে শ্রীলঙ্কা। বাকি তিন উইকেটে আজ আরও ১০০ রান যোগ করে হোমটিম।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE