Advertisement
০৫ নভেম্বর ২০২৪

আর্সেনের ইঙ্গিত, আর্সেনাল ছাড়ার সিদ্ধান্ত তাঁর নয়

দশ দিন আগেই ইংলিশ প্রিমিয়ার লিগে নিউক্যাসল ইউনাইটেডের কাছে হারের পরে তাঁর বিরুদ্ধে বিষোদগার করেছিলেন আর্সেনাল সমর্থকরা।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০১৮ ১৬:১০
Share: Save:

ছবিটা বদলে গিয়েছে কয়েক দিনেই!

দশ দিন আগেই ইংলিশ প্রিমিয়ার লিগে নিউক্যাসল ইউনাইটেডের কাছে হারের পরে তাঁর বিরুদ্ধে বিষোদগার করেছিলেন আর্সেনাল সমর্থকরা। বৃহস্পতিবার রাতে ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে ইউরোপা লিগ সেমিফাইনাল খেলতে নামছেন আর্সেনাল ম্যানেজার সেই আর্সেন ওয়েঙ্গার। প্রতিপক্ষ আতলেতিকো দে মাদ্রিদ। আর ফরাসি এই ফুটবল ম্যানেজার এবং তাঁর দলকে সমর্থন করতে নাকি বৃহস্পতিবার রাতে ভরে যাবে স্টেডিয়াম। ম্যাচের ২৪ ঘণ্টা আগে এমন ভবিষ্যদ্বাণীই করছেন আর্সেনাল কর্তারা। বৃহস্পতিবারই ইউরোপা লিগে ঘরের মাঠে শেষ বার ম্যানেজার হিসেবে নামবেন ওয়েঙ্গার।

কিন্তু তিনি, আর্সেনাল ম্যানেজার ওয়েঙ্গার আবেগে ভাসছেন না। গত দশ দিনে অনেক কিছুই ঘটেছে তাঁর জীবনে। যার মধ্যে অন্যতম, এই মরসুম শেষ হলেই তাঁর আর্সেনাল ছাড়ার ঘোষণা। রবিবার ওয়েস্টহ্যামকে ৪-১ হারিয়ে ওয়েঙ্গার তোপ দেগেছিলেন সেই আর্সেনাল সমর্থকদের, যাঁরা ব্যর্থতার সময় তাঁর পাশে থাকেননি। আর এ বার দিয়েগো সিমিওনের আতলেতিকো দে মাদ্রিদের বিরুদ্ধে নামার আগে ওয়েঙ্গার ফের বিস্ফোরণ ঘটালেন। তিনি সরাসরি বলে দিলেন, ‘‘বাইশ বছর পরে আর্সেনাল ছাড়ার সিদ্ধান্ত আমার নয়।’’ ৬৮ বছর বয়স্ক ম্যানেজার সঙ্গে যোগ করেন, ‘‘এই মুহূর্তে ম্যাচেই মনোনিবেশ করছি। আগামী দিনেও কাজ করব। তবে এখন এর বেশি বলতে পারছি না।’’

ইতিমধ্যেই ফরাসি ম্যানেজারের বিকল্প হিসেবে নানা নাম ভেসে উঠেছে। যার মধ্যে প্রথম সারিতে রয়েছেন, আর্সেনালের প্রাক্তন ফুটবলার প্যাট্রিক ভিয়েরা এবং বার্সেলোনার প্রাক্তন ম্যানেজার লুইস এনরিকে। বুধবার ওয়েঙ্গার বলেন, ‘‘আমার ছেড়ে যাওয়া জায়গায় ম্যানেজার হিসেবে কে আসবেন, তা নিয়ে ক্লাব কর্তাদের কাছে প্রভাব খাটাতে পারব না। তবে এনরিকের প্রতি আমার উচ্চ ধারণা রয়েছে।’’ যোগ করেন, ‘‘ইউরোপা লিগ জিতে আগামী মরসুমে দলকে চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ করে দিতে চাই। এটা কি সঠিক বিদায়ের পদ্ধতি? আমার জানা নেই।’’

ইউরোপা লিগ সেমিফাইনাল প্রথম পর্ব: আর্সেনাল বনাম আতলেতিকো দে মাদ্রিদ, (রাত ১২.৩৫, টেন টু চ্যানেলে)।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE