আলিঙ্গন: ম্যাচ জিতে স্ত্রী রিতিকার সঙ্গে রোহিত। ছবি: পিটিআই
একটা নয়, দুটোও নয়। ওয়ান ডে-তে তিন-তিনটে ডাবল সেঞ্চুরির মালিক হয়ে গেলেন তিনি। যা বিশ্বে আর কারও নেই। সচিন তেন্ডুলকর, বীরেন্দ্র সহবাগ, মার্টিন গাপ্টিল, ক্রিস গেল-রাও ওয়ান ডে ডাবল হঁকিয়েছেন। কিন্তু রোহিতের মতো তিনটে নয়, একটা করেই ডাবল আছে তাঁদের। তাই ক্রিকেটবিশ্বে তাঁর ডাকনাম হয়ে গিয়েছে ‘হিটম্যান’।
বেঙ্গালুরুতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ডাবল সেঞ্চুরিটি (২০৯) তিনি করেছিলেন ২০১৩-য়। পরের বছরই ইডেনে ফের শ্রীলঙ্কার বিরুদ্ধে। যেটা ছিল ওয়ান ডে-র সবচেয়ে বেশি ব্যক্তিগত রানের নজির। বুধবার মোহালিতে ফের একটা ঝোড়ো দুশোর ইনিংস খেললেও ইডেনের সেই মাইলস্টোন ইনিংসই তাঁর হৃদয়ের সবচেয়ে কাছে থাকবে। এ দিন মোহালিতে সে কথা জানিয়েও দিলেন নির্দ্বিধায়।
রোহিত বলেন, ‘‘২৬৪-র ইনিংসটা আমার অনেক কাছের। অনেকে আমাকে জিজ্ঞেস করেন বটে, কোনটা সেরা। কিন্তু সেটা বেছে নেওয়া কঠিন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যে ম্যাচে দু’শো করেছিলাম, সেটা ছিল সিরিজ নিষ্পত্তির ম্যাচ। শ্রীলঙ্কার বিরুদ্ধে (ইডেনে) এর আগে যে ডাবল সেঞ্চুরিটা করেছিলাম, সেটা চোট সারিয়ে তিন মাস পরে ক্রিকেটে ফিরে করেছিলাম। আর এটা সিরিজ বাঁচিয়ে রাখার জন্য গুরুত্বপূর্ণ ছিল।’’
এ দিন প্রথম একশো ধীরগতিতে করলেও (১১৫ বলে) পরের একশো রোহিত করেন ব্যাটে ঝড় তুলে। একশোর পর থেকে ২০৮-এ পৌঁছতে তিনি নেন ৩৮ বল। মারেন ১১টা ছয়। এ দিনের এই অবিশ্বাস্য গতি-বদল নিয়ে রোহিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বলেন, ‘‘আমার আগের দুটো ডাবল সেঞ্চুরি এসেছিল ৩৮-৩৯ ওভারে। কিন্তু আজ নিজেকে সমানে বলে যাই নিজেকে ধরে রেখে মারতে থাকো। জানতাম, ভুল না করলে আউট হবো না। আগের দুটোর মতো আজও শুরুটা আমি ধীরেই করি। কিন্তু যত সময় যায়, এই উইকেটে ব্যাট করা তত সহজ হয়ে ওঠে।’’ তবে শুরুতে ভাল ব্যাট করে কাজটা যে সোজা করে দেন শ্রেয়স আইয়ার ও শিখর ধবন, তা স্বীকার করতেও ভুললেন না অধিনায়ক। রোহিত বলেন, ‘‘শ্রেয়সের ব্যাটিং দেখে মনেই হচ্ছিল না ও দ্বিতীয় আন্তর্জাতিক ম্যাচ খেলছে। শিখরও শুরুটা খুব ভাল করে এ দিন। শেষ পর্যন্ত চারশোর কাছাকাছি রান তোলাটা খুব ভাল হয়েছে। কারণ, শেষ দিকে শিশির পড়ার সম্ভাবনা ছিল যথেষ্ট।’’
রোহিত শর্মার এই অসাধারণ ইনিংসে সোশ্যাল মিডিয়ায় প্রশংসার বন্যা বইয়ে দেন প্রাক্তন ক্রিকেটাররা। নিজের শহরের ছেলের এই সাফল্য নিয়ে সচিন তেন্ডুলকর টুইট করেন, ‘‘আরও দূর যেতে হবে বন্ধু। তোমার ব্যাটিং দেখা বরাবরই আনন্দের।’’ ভিভিএস লক্ষ্মণ, যিনি এ দিন মোহালির কমেন্ট্রি বক্সেও ছিলেন, তিনি টুইটারে লেখেন, ‘‘কী ইনিংস হিটম্যান! স্বপ্নের মতো। ওয়ান ডে-তে সাতটা দু’শোর মধ্যে তিনটেই তোমার। অভিবাদন।’’
দলের বাইরে থাকা যুবরাজ সিংহ টুইটারে রোহিতকে ‘‘দ্য ম্যান অব ডাবল হান্ড্রেডস্’’ আখ্যা দিয়েছেন। যুবরাজেরই সতীর্থ ব্যাটসম্যান বীরেন্দ্র সহবাগ লেখেন, ‘‘ওয়াহ রোহিত ওয়াহ! দ্বিতীয় একশো ৩৫ বলে। তোমার জন্য গর্ব হচ্ছে।’’ ভারতীয় দলের প্রাক্তন ব্যাটসম্যান বিনোদ কাম্বলির টুইট, ‘‘তিনটে দু’শো তো অনবদ্য সাফল্য। আমি নিশ্চিত, ওয়ান ডে-র প্রথম তিনশোটা ওর ব্যাটেই আসবে।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy