এল ক্লাসিকো-র সপ্তাহ দু’য়েক আগেই লেগে গেল বার্সেলোনা আর রিয়াল মাদ্রিদে!
গত মরসুমের ইউরোপের সর্বোচ্চ গোলদাতা হিসেবে সোনার বুট জিতেছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং লুই সুয়ারেজ। ১৫ অক্টোবর বার্সেলোনায় জমকালো অনুষ্ঠানে দুই তারকার হাতে পুরস্কার তুলে দেওয়ার পরিকল্পনা ছিল উদ্যোক্তা ইউরোপিয়ান স্পোর্টস মিডিয়া অ্যাসোসিয়েশনের। কিন্তু কাতালান মিডিয়া জানাচ্ছে, প্রাক্তন লিভারপুল তারকা সুয়ারেজের সঙ্গে একই অনুষ্ঠানে সোনার বুট নিতে অস্বীকার করেছেন সিআর সেভেন।
রিয়াল মাদ্রিদ মহাতারকার হঠাত্ এই সিদ্ধান্তের কারণ হিসেবে উঠে আসছে নানা জল্পনা। বার্সেলোনার সঙ্গে রিয়ালের রেষারেষির জন্যই পর্তুগিজ ক্যাপ্টেন এই সিদ্ধান্ত নিয়েছেন, এমন জল্পনা চলছে এক দিকে। যে জন্য উদ্যোক্তারা পরিকল্পনা পাল্টে নভেম্বরে অন্য একটি অনুষ্ঠানে রোনাল্ডোর হাতে পুরষ্কার তুলে দেওয়ার কথা ভাবছেন।
তবে কাতালান সমর্থকেরা আবার এই নিয়ে সরাসরি তোপ দেগেছেন রোনাল্ডোর উপর। তাঁদের মতে, আসলে রোনাল্ডো প্রচারের আলো কারও সঙ্গেই ভাগ করে নিতে পারেন না। এটা তাঁর পুরনো রোগ। তাই সুয়ারেজের সঙ্গে একই মঞ্চে থাকতে রাজি হবেন না যে, তাতে আর আশ্চর্য কী!
অথচ রোনাল্ডোই ২৪ ঘণ্টা আগে এক সাক্ষাত্কারে বলেছিলেন, “মিথ্যে বলব না। আমি সোনার বুট ভীষণ ভাবে জিততে চেয়েছিলাম। তবে ব্যক্তিগত পুরস্কার জেতার আসল কারণ কিন্তু দলগত সাফল্যই। টিম ভাল খেলেছে বলেই এটা আমি জিতেছি।” মেসির সঙ্গে রেষারেষি নিয়েও সিআর সেভেন বলেছিলেন, “আমরা ফুটবল সতীর্থ। ফুটবলের বাইরে মেসির সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই, অন্য কোনও প্লেয়ারের সঙ্গেও না। এই রেষারেষিটা সুস্থ।”
তা হলে সুয়ারেজকে ঘিরে হঠাত্ এই বিতর্কিত সিদ্ধান্ত নিলেন কেন রোনাল্ডো? নাকি গোটাটাই এল ক্লাসিকো-র আগে সুয়ারেজকে তাতাতে কাতালান মিডিয়ার জল্পনা? ব্রাজিল বিশ্বকাপে ‘কামড় কেলেঙ্কারি’র শাস্তি কাটিয়ে এল ক্লাসিকোতেই মাঠে ফেরার কথা উরুগুয়ের তারকার। যার আগে প্র্যাকটিস ম্যাচে গোল করে সুয়ারেজ প্রমাণও করে দিয়েছেন, তিনি মাঠে নামতে কতটা মরিয়া হয়ে রয়েছেন। মরসুমের গোড়া থেকেই দুরন্ত ফর্মে থাকা মেসি আর নেইমারের মহাজুটির সঙ্গে সুয়ারেজ যোগ দিলে সেই ত্রিফলার চ্যালেঞ্জ সামলানো যে ম্যাচটায় রিয়ালের প্রধান চ্যালেঞ্জ হতে চলেছে। তাঁর আগে রোনাল্ডো-বিতর্কের আঁচ কত দূর ছড়াবে এখন সেটাই দেখার!
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy