আপনি কি খুব অল্প বয়সে মা হয়েছেন? তবে চল্লিশ পেরোলে অবশ্যই খেয়াল রাখুন স্বাস্থ্যের। এক নতুন গবেষণা জানাচ্ছে, টিনএজে বা ২০ থেকে ২৫ বছরের মধ্যে যে মহিলারা প্রথম বার মা হয়েছেন তাঁদের চল্লিশের পর শারীরিক সমস্যায় ভোগার সম্ভাবনা অনেক বেশি।
দ্য ওহিও স্টেট ইউনিভার্সিটির মুখ্য গবেষক ক্রিস্টি উইলিয়ামস ৩,৩৪৮ জন মহিলার ওপর গবেষণা চালান। এঁরা প্রথম বার মা হয়েছেন ১৫ থেকে ৩৫ বছর বয়েসের মধ্যে। এঁদের তিন ভাগে ভাগ করা হয়। যাঁরা ১৫ থেকে ১৯ বছর বয়সের মধ্যে প্রথম বার মা হয়েছেন তাঁরা ছিলেন প্রথম ভাগে, যাঁরা ২০ থেকে ২৪ বছর বয়সের মধ্যে মা হয়েছেন তাঁরা ছিলেন দ্বিতীয় ভাগে, যাঁরা ২৫ থেকে ৩৫ বছর বয়সের মধ্যে মা হয়েছেন তাঁরা ছিলেন তৃতীয় ভাগে। এঁদের প্রত্যেকের চল্লিশ বছর বয়সে শারীরিক পরীক্ষা করে দেখা গিয়েছে তৃতীয় ভাগের মহিলারা প্রথম দুই ভাগের থেকে অনেক বেশি সুস্থ। প্রথম দুই ভাগের মধ্যে সুস্থতার বিশেষ তারতম্য দেখা যায়নি।
হেলথ অ্যান্ড সোশ্যাল বিভেহিয়ার জার্নালে প্রকাশিত হয়েছে এই গবেষণার ফল।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy