Advertisement
০৬ নভেম্বর ২০২৪

পনির ইন হোয়াইট সস

পনিরের নানা রান্নার মধ্যে সাদা গ্রেভিতে বানানো পনির একটি অত্যন্ত স্বাদু পদ। এই পদ তৈরি করতে খুব একটা বেশি সময় লাগে না। অথচ ক্রিম, মাখন, দুধ ও বাদাম ব্যবহারের জন্য পনিরের এই রান্না রীতিমতো রাজকীয় হয়ে ওঠে। দেখে নিন পনির ইন হোয়াইট সস-এর রেসিপি।

(ছবি সৌজন্য: পৌলমী মল্লিক কুণ্ডু)

(ছবি সৌজন্য: পৌলমী মল্লিক কুণ্ডু)

শেষ আপডেট: ২৩ মে ২০১৬ ১৬:৪৩
Share: Save:

পনিরের নানা রান্নার মধ্যে সাদা গ্রেভিতে বানানো পনির একটি অত্যন্ত স্বাদু পদ। এই পদ তৈরি করতে খুব একটা বেশি সময় লাগে না। অথচ ক্রিম, মাখন, দুধ ও বাদাম ব্যবহারের জন্য পনিরের এই রান্না রীতিমতো রাজকীয় হয়ে ওঠে। দেখে নিন পনির ইন হোয়াইট সস-এর রেসিপি।

উপকরণ:

পনির— ২ কাপ

পেঁয়াদ— ১টি

আদা— এক টুকরো (১ ইঞ্চি মাপের)

রসুন— ২-৩ কোয়া

কাঁচা লঙ্কা— ৩-৪টি

গোটা গরম মশলা— ২ টেবিল চামচ

গরম মশলা গুঁড়ো— ১ চা চামচ

তেজ পাতা— ২টি

ফ্রেশ ক্রিম— আধ কাপ

পোস্ত— আধ কাপ

কাজু বাদাম— আধ কাপ

চার মগজ— ২ টেবিল চামচ

দুধ— আধ কাপ

মাখন— ৩ টেবিল চামচ

নুন— স্বাদ মতো

চিনি— এক চিমটে

আমন্ড— আধ মুঠো

গোলমরিচ— ৫-৬টি

প্রণালী:

প্রথমে কাজুবাদাম, পোস্ত, চারমগজ ও দু’টি কাঁচা লঙ্কা এক সঙ্গে বেটে রাখুন। কড়াইয়ে এক চামচ মাখন গরম করে পনিরের টুকরো হাল্কা করে সামান্য ভেজে তুলে নিন। ওইকড়াইতেই বাকি মাখন গরম করে তেজ পাতা, গোলমরিচ ও গোটা গরম মশলা ফোড়ন দিন। তাতে একে একে পেঁয়াজ বাটা, আদা বাটা ও রসুন বাটা দিয়ে নাড়তে থাকুন। লালচে রং ধরলে পোস্ত-চারমগজ-কাজু বাদাম বাটা এক সঙ্গে দিয়ে দিন। তার পর ভেজে তুলে রাখা পনিরের টুকরো দিন। দুধ দিয়ে নাড়তে থাকুন। গ্রেভি ফুটে উঠে ঘন হয়ে এলে স্বাদ মতো নুন ও চিনি দিয়ে দিন। উপর থেকে গরম মশলা গুঁড়ো, আমন্ড বাদাম কুচি ও ফ্রেশ ক্রিম ছড়িয়ে নামিয়ে নিন। চেরা কাঁচা লঙ্কা সাজিয়ে রুটি বা পরোটার সঙ্গে গরম গরম পরিবেশন করুন পনির ইন হোয়াইট সস।

(এই রান্নায় হলুদ গুঁড়ো ও লঙ্কা গুঁড়ো না ব্যবহার করাই বাঞ্ছনীয়। যাঁরা এক দম নিরামিষ রাখতে চান, তাঁরা নিঃসন্দেহে রসুন বাদ দিতে পারেন। ইচ্ছে হলে উপর থেকে কসুরি মেথি ছড়িয়ে দিতে পারেন।)

অন্য বিষয়গুলি:

Recipes Vegetarian Recipes Paneer Recipes
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE