Advertisement
০৬ নভেম্বর ২০২৪

মোচার চপ

মোচা রান্না করা সহজ হলেও কাটা-বাছা বেশ পরিশ্রমসাধ্য ব্যাপার। কিন্তু আপাত ভাবে সেগুলো যদি মাথায় না-ও রাখেন, তাহলে মোচা দিয়েই তৈরি হয়ে যায় হরেক রকম সুস্বাদু খাবার। তা সে মোচার পাতুরি হোক, মোচার ঘণ্ট কিংবা মোচার চপ।

রূম্পা দাস
শেষ আপডেট: ১৯ এপ্রিল ২০১৬ ১২:৩৮
Share: Save:

মোচা রান্না করা সহজ হলেও কাটা-বাছা বেশ পরিশ্রমসাধ্য ব্যাপার। কিন্তু আপাত ভাবে সেগুলো যদি মাথায় না-ও রাখেন, তাহলে মোচা দিয়েই তৈরি হয়ে যায় হরেক রকম সুস্বাদু খাবার। তা সে মোচার পাতুরি হোক, মোচার ঘণ্ট কিংবা মোচার চপ। আজ সন্ধ্যে বেলা চায়ের সঙ্গে তাহলে মোচার চপ হয়ে যাক?

উপকরণ:

মোচা— ১টি

বেসন—আধ কাপ

কাঁচা লঙ্কা— ৪টি

নারকেল কোরা— আধ কাপ

আলু— ২টি

মৌরি গুঁড়ো— ১ টেবিল চামচ

ধনে পাতা— আধ মুঠো

আদা— আধ চা চামচ

আম আদা— ১ টেবিল চামচ

কিশমিশ— ২ টেবিল চামচ

পাঁউরুটির গুঁড়ো— প্রয়োজন মতো

নুন— স্বাদ মতো

লঙ্কা গুঁড়ো— ১ টেবিল চামচ

হলুদ গুঁড়ো— এক চিমটে

আমচুর— ১ টেবিল চামচ

সাদা তেল— ১ কাপ

প্রণালী:

মোচা ভাল করে ছাড়িয়ে কুচিয়ে নিন। সামান্য নুন ও হলুদ দিয়ে মোচা গরম জলে ভাপিয়ে নিন। এ বার ভাল করে মোচার জল ঝরিয়ে নিন। আদা, আম আদা আলাদা করে বেটে রাখুন। কাঁচা লঙ্কা কুচি করে নিন। নারকেল কুরিয়ে রাখুন। কিশমিশ জলে ভিজিয়ে ছোট ছোট টুকরো করে নিন। আলু সেদ্ধ করে রাখুন। এ বার একটি বড় বাটিতে একে একে ভাপিয়ে রাখা মোচা, আলু সেদ্ধ, নারকেল কোরা, আদা বাটা, আম আদা বাটা, কাঁচা লঙ্কা কুচি, শুকনো লঙ্কা গুঁড়ো, মৌরি গুঁড়ো, ধনে পাতা কুচি, নুন, কিশমিশ কুচি ও বেসন দিয়ে হাল্কা হাতে মেখে নিন। এ বার অন্য একটি বাটিতে অল্প বেসন, নুন, লঙ্কা গুঁড়ো ও জল দিয়ে একটি ব্যাটার তৈরি করে রাখুন। কড়াইয়ে তেল গরম করুন। মোচার মিশ্রণ থেকে ছোট ছোট করে চপের আকার গড়ে প্রথমে বেসনের গোলায় ও পরে ভাল করে পাঁউরুটির গুঁড়োয় মাখিয়ে ডুবো তেলে ভাজুন। মোচার চপ লালচে সোনালি হয়ে এলে তেল থেকে তুলে একটি কাগজ বা কিচেন-টাওয়ালে মুড়ে রাখুন। এতে অতিরিক্ত তেল বেরিয়ে যাবে। উপর থেকে আমচুর পাউডার ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন মোচার চপ।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE