উপকরণ
ছোলার ডাল: এক কাপ
ফেটানো টক দই: ৩/৪ কাপ
গোটা জিরে: এক চা চামচ
হলুদ: আধ চা চামচ
হিং: একচিমটে
আদা-রসুনের পেস্ট: এক চা চামচ
ক্যাপসিকাম কুচি: আধ কাপ
নুন-চিনি: স্বাদ মতো
ধনে পাতা: এক মুঠো
পদ্ধতি
ছোলার ডাল রাতভর ভিজিয়ে পরদিন জলে আর একবার ধুয়ে নিন। নুন-হলুদ আর দু’কাপ জল দিয়ে প্রেশার কুকারে ডালের তিনটে হুইসল দিন। ঠান্ডা হলে সিদ্ধ ডাল ঢেলে রাখুন পাত্রে। কড়ায় তেল দিয়ে গোটা জিরে ফোড়ন দিন। হিং আর আদা-রসুনের পেস্ট দিয়ে কয়েক সেকেন্ড নেড়ে ক্যাপসিকাম দিন। এবার ডাল সিদ্ধ দিয়ে মিনিট পাঁচেক ফোটান। আঁচ একেবারে কমিয়ে ফেটানো দই ঢেলে দিন কড়ায়। কম আঁচেই মিনিট দু’য়েক ফুটিয়ে গ্যাস বন্ধ করে দিন। এটা অনেকটা কাড়ির মতো খেতে, শুধু বেসনের বদলে ছোলার ডাল ব্যবহার করা হয়েছে। ক্যাপসিকাম কচকচে থাকলে ভাল লাগবে, অন্য রকমের গন্ধ আসবে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy