প্রতীকী ছবি।
গুগল ব্যবহারকারীরা যা কিছু ‘গুগল সার্চ’ এ খোঁজেন তার সব কিছুর উপর নজর রেখে চলেছে গুগল। গুগল এর কথা অনুযায়ী, তারা এই তথ্যগুলোকে সংগ্রহ করে রাখে যাতে তারা খুব সহজেই সার্চ হিস্ট্রি এর উপর নজর রাখতে পারে এবং কোন ইউজার কী বিষয় নিয়ে সব থেকে বেশি সার্চ করছে সেই বিষয় গুলো জানতে পারে। এবং ব্যবহারকারী’র সার্চের জায়গায় রিসেন্ট সার্চ করা বিষয়গুলো ব্যবহারকারী কে বারংবার দেখায়।
গুগল সার্চ হিস্ট্রির উপর নজর রাখে যাতে করে তারা ব্যবহারকারীর সার্চ হিস্ট্রির মাধ্যমে তাদের চাহিদা অনুযায়ী বিভিন্ন বিজ্ঞাপন দিতে পারে। আর ঠিক সেই কারণেই গুগল পেজের সার্চ-এর জায়গায় ব্যবহারকারী আগে যে বিষয় সার্চ করেছে সেই বিষয় এর উপর বিজ্ঞাপন দেখতে পায়। যেমন-জুতো, মেক-আপ প্রোডাক্ট, স্মার্টফোন ইত্যাদি এর বিজ্ঞাপন। ব্যবহারকারীর সার্চের জায়গায় রিসেন্ট সার্চ করা বিষয় গুলো ব্যবহারকারীকে বারংবার দেখায়।কিন্তু,অনেক ব্যবহারকারীর গুগল এর এই কার্যক্রমটি খুব একটা পছন্দের নয়।তাই তাদের জন্য রইল উপায়, কীভাবে তারা বন্ধ করবেন গুগল-এর ‘সার্চ হিস্ট্রি’ ফিচার।
দেখে নিন এই পদ্ধতি-
কম্পিউটার এবং ম্যাক এর জন্য-
১.কম্পিউটার-এ যে কোনও ব্রাউজার খুলে সেইখানে পেজ এর উপরে ইউ.আর.এল-এর জায়গায় গিয়ে টাইপ করুন-https://myactivity.google.com/myactivity
২.গুগল এর আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ-ইন করুন।
৩.লগ-ইন করার পর ‘Web & App Activity’ অপশন-এ ক্লিক করুন।
৪. এইখানে গিয়ে ‘Web & App Activity toogle off’ এই অপশনটি বাছতে হবে। এই ফিচারটিকে বন্ধ করার জন্য।
৫.ব্যবহারকারীরা এইখানে ‘লোকেশন হিস্ট্রি’ এমনকি ‘ইউটিউব সার্চ হিস্ট্রি’ বন্ধ করে রাখতে পারেন।
স্মার্টফোন ব্যবহারকারীদের ক্ষেত্রে-
১. অ্যান্ড্রয়েড অথবা আই.ও.এস (iOS) এর স্মার্টফোন থেকে গুগল অ্যাপ খুলে সেইখান থেকে নীচের দিকে ‘More’ অপশন-এ ক্লিক করতে হবে।
২.এরপর ‘Search Activity’ অপশন-এ ক্লিক করে ‘Web & Activity’ অপশনটি বন্ধ করতে হবে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy