ছবি: টুইটারের সৌজন্যে
বিরাট সাফল্য ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো-র। দেশের মহাকাশ গবেষণার ইতিহাসে দীর্ঘতম এবং জটিলতম মিশনে সাফল্যের সঙ্গে উতরে গেল ইসরো। ভারতের পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিক্ল (পিএসএলভি) এক সঙ্গে আট উপগ্রহকে সফল ভাবে পৌঁছে দিল কক্ষপথে। ইসরো-র রকেট এত দীর্ঘ সময়ের অভিযানে আগে কখনও যায়নি। শুধু তাই নয়, এই প্রথম বার ইসরো একটিই মিশনে এক সঙ্গে দু’টি কক্ষপথে উপগ্রহ স্থাপন করেছে। ফলে ভারত হাতেগোণা সেই কয়েকটি দেশের তালিকায় ঢুকে পড়ল, যারা একই অভিযানে একাধিক কক্ষপথে উপগ্রহ পাঠাতে সক্ষম।
সোমবার সকাল ৯.১২ মিনিটে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে উপগ্রহগুলি নিয়ে মহাকাশে পাড়ি দেয় পিএসএলভি সি-৩৫ রকেট। উপগ্রহগুলিকে তাদের নির্দিষ্ট কক্ষপথে পৌঁছে দিতে সময় লেগেছে ২ ঘণ্টা ১৫ মিনিট। এখনও পর্যন্ত ইসরোর এটি সবচেয়ে বড় মিশন।
যে আটটি উপগ্রহ মহাকাশে পাঠানো হল, তার মধ্যে রয়েছে আবহাওয়া পর্যবেক্ষণকারী উপগ্রহ স্ক্যাটস্যাট। রয়েছে পাঁচটি বিদেশি উপগ্রহ এবং আইআইটি-বম্বে ও বেঙ্গালুরুর পিইএস বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের তৈরি দু’টি উপগ্রহ— প্রথম ও পিস্যাট।
উত্ক্ষেপণের সময়। ছবি: ইসরোর সৌজন্যে।
এত দিন পর্যন্ত ইসরোর মুকুটে একই অভিযানে একাধিক কক্ষপথে উপগ্রহ পাঠানোর পালকটা ছিল না। পৃথিবীর হাতে গোনা কয়েকটি মহাকাশ গবেষণা সংস্থার এই সক্ষমতা রয়েছে। সম্প্রতি ইউরোপিয়ান স্পেস এজেন্সির ভেগা রকেট এক সঙ্গে একাধিক কক্ষপথে উপগ্রহ স্থাপনের কৃতিত্ব অর্জন করেছে। এ বার ভারতের মহাকাশ গবেষণা সংস্থাও সেই লক্ষ্যে পৌঁছে গেল। নির্ধারিত সময়ের মধ্যেই কক্ষপথে পৌঁছেছে আটটি উপগ্রহ। রুদ্ধশ্বাস ২ ঘণ্টা ১৫ মিনিট পর স্বস্তির হাসি ভারতের মহাকাশ বিজ্ঞানীদের মুখে। ইসরো জানিয়েছে, ‘মিশন ১০০ শতাংশ সফল’।
এ দিনের সফল উত্ক্ষেপণের পর প্রধানমন্ত্রী টুইট করে বলেন, “আমাদের মহাকাশ বিজ্ঞানীরা ইতিহাস সৃষ্টি করে চলেছেন। ১২৫ কোটি দেশবাসীর হৃদয় জয় করেছেন তাঁরা। দেশকে গর্বিত করেছেন।” রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ও অভিনন্দন জানিয়েছেন ইসরোর বিজ্ঞানীদের।
আরও খবর...
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy