হ্যাকারদের থেকে কী ভাবে সুরক্ষিত রাখবেন মোবাইল? কী বলছেন বিশেষজ্ঞরা
প্যাটার্ন লক, পাসওয়ার্ড বা বায়োমেট্রিক— মোবাইল যে ভাবেই সুরক্ষিত করার চেষ্টা করুন না কেন, খুঁতখুঁতানিটা একটু থেকেই যায়। হ্যাকারদের থেকে আমার মোবাইল সুরক্ষিত তো?
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০১৭ ১৩:২০
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১০৯
ফোনকে সুরক্ষিত করার জন্য পাসওয়ার্ড দেওয়ার আগে অবশ্যই মাথায় রাখতে হবে পাসওয়ার্ডের শক্তির ব্যপারে।
০২০৯
তা যেন কখনওই অভিধানের শব্দ না হয়। অর্থযুক্ত শব্দ পাসওয়ার্ড হিসাবে ব্যবহার করলে তা হ্যাক করা অনেক সহজ হয়ে যায়।
০৩০৯
প্রচলিত পাসওয়ার্ড, যেমন 12345678, 111111, 987654321, 123123, qwert ব্যবহার না করাই ভাল।
০৪০৯
চেষ্টা করতে হবে অর্থহীন এবং জটিল শব্দ পাসওয়ার্ড হিসাবে ব্যবহার করার।
০৫০৯
অক্ষর, সংখ্যা এবং চিহ্ন একই সঙ্গে পাসওয়ার্ডে রাখতে হবে। বড় পাসওয়ার্ড দিলে তা ভাঙা তুলনামূলক ভাবে কঠিন হয়ে যায়।
০৬০৯
প্যাটার্নের ক্ষেত্রেও উচিত যতটা সম্ভব কঠিন প্যাটার্ন দেওয়া। প্যাটার্নের ‘ড্র লাইন’ ভিজিবল করে না রাখাই ভাল।
০৭০৯
আসলে জটিল লক ব্যবহার করার মূল কথাই হল লক সিস্টেমকে শক্তিশালী করা। আর লক যত শক্তিশালী হবে তা ভাঙতে সময় লাগবে তত বেশি।
০৮০৯
ফলে এই সময়ের মধ্যে আপনার খোয়া যাওয়া ফোনটি খুঁজে পাওয়ার চেষ্টা করতে পারবেন। ডেস্কটপ থেকে <br> ফোনের পাসওয়ার্ড পরিবর্তন করেও ফোনটিকে সুরক্ষিত রাখার জন্য পর্যাপ্ত সুযোগ পাবেন।
০৯০৯
ফোনের বিভিন্ন অ্যাপ্লিকেশনের জন্য দেওয়া পাসওয়ার্ড সুরক্ষিত করতে অবশ্যই ব্যবহার করতে হবে পাসওয়ার্ড ম্যানেজার। <br> এটি ফোনের সমস্ত পাসওয়ার্ডগুলি নিয়ে একটি সিঙ্গল মাস্টার পাসওয়ার্ড তৈরি করে। যা অন্য পাসওয়ার্ডগুলিকে <br> ‘এনক্রিপটেড ভার্সন’-এ পরিণত করে। ফলে সুরক্ষিত থাকে আপনার ব্যক্তিগত তথ্যভাণ্ডার।