মোবাইলে মিলবে না ইন্সট্যান্ট সার্চ!
হাঁ করলে হাওড়া না হাবড়া বুঝে নেয় গুগ্ল!
সার্চ বারে কয়েকটা অক্ষর লেখার পরেই টপ করে যেন মনের কথা পড়ে নেয় সে। মাথার ভিতর ঘুরপাক খাওয়া শব্দগুলোকে পাশাপাশি বসিয়েও দেয়। অযাচিত ভাবেই প্রতি দিন সাহায্য করছে গুগল। তবে, এ বার থেকে আর এই সাহায্য করবে না গুগ্ল।
আরও পড়ুন- এ বার হোয়াট্সঅ্যাপ শর্টকাটে ক্যামেরাও শেয়ার করা যাবে
২০১০ সালে ইনস্ট্যান্ট সার্চের ফিচার নিয়ে আসে গুগ্ল। সে সময় সার্চ টিমের ভাইস প্রেসিডেন্ট মারিসা মায়ের বলেছিলেন, ‘‘এই গ্রহের সব মানুষ যদি গুগ্ল সার্চ ব্যবহার করেন, তা হলে দিনে ৩০ কোটি ৫০ লক্ষ সেকেন্ড সাশ্রয় হবে। অয়ার্ড ওয়েবসাইট সে সময় একটি পরিসংখ্যান দিয়ে জানিয়েছিল, গুগ্লের এই ফিচার এলে সেকেন্ডে ১১ ঘণ্টা সময় সাশ্রয় হবে। পরে ইনস্ট্যান্ট সার্চ খুব তাড়াতাড়ি জনপ্রিয় হয়ে ওঠে। গুগ্লের এই সাজেশনে অনেকটাই নির্ভরশীল হয়ে পড়ে নেটিজেনরা।
আরও পড়ুন- সঙ্গী ভোডাফোন, জিওকে টেক্কা দিতে সস্তার ফোন আনছে আইডিয়া
হঠাত্ই এই ফিচার তুলে নিচ্ছে কেন গুগ্ল?
গুগ্লের তরফে জানান হয়েছে, এই মুহূর্তে ইন্টারনেট ব্যবহারকারীর ৫০ শতাংশের বেশি মোবাইলের মাধ্যমে গুগ্ল সার্চ করে থাকেন। সে ক্ষেত্রে দেখা গিয়েছে, ইন্সট্যান্ট সার্চ বেশির ভাগ ক্ষেত্রেই ব্যবহার করা হচ্ছে না। সে কথা মাথায় রেখে গুগ্ল সিদ্ধান্ত নিয়েছে, এই ফিচার তুলে নেওয়া হবে। এর বদলে জোর দেওয়া আরও বেশি সার্চ ইঞ্জিনকে দ্রুত এবং সরল করে তুলতে। যদিও ডেস্কটপের ক্ষেত্রে এই ফিচার থাকবে বলে জানা গিয়েছে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy