Advertisement
০২ নভেম্বর ২০২৪
Science

স্মার্টফোনের ক্যামেরায় জেনে নেওয়া যাবে আমার, আপনার স্পার্ম কাউন্ট!

গায়ে কতটা জোর আছে জানতে খুব ইচ্ছে হয় কিন্তু লজ্জাও তো করে খুব! নাই-বা হল চেনাশোনা ডাক্তার, তাঁর কাছে গিয়ে বলা যায়, ‘‘ডাক্তারবাবু, স্পার্মের জোর কতটা, মেপেটেপে জানাতে পারবেন’’? আবার বাড়িতে বসে শিশিতে নিজের স্পার্ম ভরে রেখে তা নিয়ে ডাক্তারবাবুর কাছে দৌড়তেও খুব লজ্জা বোধ হয়! তা হলে কী কোনও উপায়ই নেই?

স্মার্টফোনেই পাওয়া যাবে স্পার্ম কাউন্ট?

স্মার্টফোনেই পাওয়া যাবে স্পার্ম কাউন্ট?

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১০ সেপ্টেম্বর ২০১৬ ১১:০০
Share: Save:

গায়ে কতটা জোর আছে জানতে খুব ইচ্ছে হয় কিন্তু লজ্জাও তো করে খুব! নাই-বা হল চেনাশোনা ডাক্তার, তাঁর কাছে গিয়ে বলা যায়, ‘‘ডাক্তারবাবু, স্পার্মের জোর কতটা, মেপেটেপে জানাতে পারবেন’’? আবার বাড়িতে বসে শিশিতে নিজের স্পার্ম ভরে রেখে তা নিয়ে ডাক্তারবাবুর কাছে দৌড়তেও খুব লজ্জা বোধ হয়!

তা হলে কী কোনও উপায়ই নেই?

হালের একটি গবেষণা জানাচ্ছে, উপায় আছে। এ বার আমার আপনার হাতে থাকা স্মার্টফোনই জানিয়ে দেবে আমাদের স্পার্ম কাউন্ট। শুধু তাই নয়, এটাও জানিয়ে দিতে পারবে সেই স্পার্ম কতটা শক্তিশালী। ওই স্মার্টফোনের ভেতরে থাকা একটি মাইক্রোস্কোপিক ক্যামেরাই ওই স্পার্মের ছবি তুলে দেবে। সেই ছবি দেখে যেমন স্পার্মের সংখ্যা জানা যাবে, তেমনই সেগুলি শক্তিশালী কি না, সেটাও বোঝা যাবে। ডাক্তারের কাছে যেতে হবে না। কোনও ক্লিনিকে যাওয়ার জন্য পয়সা খরচ করতে হবে না। আর তার জন্য যে খুব দামি স্মার্টফোন কিনতে হবে, তা-ও নয়। ক্যামেরাগুলি আকারে এতটাই ছোট যে, তা যে কোনও স্মার্টফোনেই বসিয়ে নেওয়া যাবে।

যে গবেষকদলটি ওই মাইক্রোস্কোপিক ক্যামেরার আবিষ্কার করেছে, তার প্রধান জাপানের দোক্কিয়ো মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের কোশিগয়া হাসপাতালের চিকিৎসক ইয়োশিতোমো কোবোরি জানিয়েছেন, ওই ক্যামেরার লেন্স এক মিলিমিটারের চেয়েও কম পুরু। সেই লেন্সটিকে স্মার্টফোনের ক্যামেরায় বসানো হলে তা যে কোনও ইমেজকে ৫৫৫ গুণ বড় করে দেখাতে পারে। যা মাত্র একটা স্পার্ম কোষকেও নিখুঁত ভাবে দেখতে পারে, তার ছবি তুলতে পারে।

কী ভাবে স্পার্মের ছবি তুলবে ওই স্মার্টফোন ক্যামেরা?

গবেষকরা জানিয়েছেন, বেরনোর পাঁচ মিনিটের মধ্যেই ‘সিমেন’কে একটা প্লাস্টিক শিটের ওপর রেখে স্মার্টফোনের মাইক্রোস্কোপিক ক্যামেরাটিকে তার ওপর বড়জোর তিন সেকেন্ড ধরে রাখতে হবে। তাতেই ধরা পড়বে কী ভাবে স্পার্মগুলি নড়াচড়া করছে। সেগুলি কতটা শক্তিশালী, সংখ্যায় তারা কতগুলি। তবে সেই সব স্পার্মই আগামী দিনে ‘ফলপ্রসূ’ হবে কি না, তা অবশ্য এই পদ্ধতিতে নিশ্চিত করে বলা যাবে না। যেটুকু বলা যাবে তা হল, ওই স্পার্মগুলি কোনও সন্তানের জন্ম দেওয়ার জন্য অপারগ কি না।

আরও পড়ুন- ধূমকেতুর পর এবার গ্রহাণুতে পা, মহাকাশে গেল ‘ওসিরিস-রেক্স’

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE