ফলেই যত্নে থাক শুষ্ক ত্বক। ছবি: ফ্রিপিক।
শেষ হয়েছে কালীপুজো, দীপাবলি। শীত এখনও আসেনি। তবে এখন থেকেই শুষ্ক হতে শুরু করেছে ত্বক। ক্রিম না মাখলেই ঠোঁট ফাটছে। মুখেও টান ধরছে। শীতের আগে থেকেই ক্রমশ বাতাসে জলীয় বাষ্পের মাত্রা কমতে থাকে। তারই প্রভাব পড়ে ত্বকে। রুক্ষ হয়ে পড়ে ত্বক। এই সময় মুখের জেল্লা ধরে রাখতে দরকার হয় বাড়তি যত্নের, আর্দ্রতার।
কিন্তু কী ভাবে সেই যত্ন করবেন? শুধু ক্রিম বা ময়েশ্চারাইজ়ারেই কাজ হবে, না কি প্রাকৃতিক উপাদানও কাজে লাগাবেন?
ত্বকের চিকিৎসকেরা বলেন, ভিটামিন সি ত্বকের ঔজ্জ্বল্যের জন্য গুরুত্বপূর্ণ। বাজারচলতি সিরাম থেকে নানা প্রসাধনীতেই এখন ভিটামিন সি থাকে। তবে চাইলে মরসুমি ফল দিয়েই ত্বকের জন্য জরুরি ভিটামিন সি-এর অভাব পূরণ করতে পারেন।
শীত এলেই বাজারে এসে পড়ে কমলালেবু। এর খোসা থেকে কোয়া, রস সবটাই ত্বকের জন্য ভাল। ত্বক টান টান রাখতে এবং বলিরেখা দূর করতেও কমলালেবু কার্যকর। কী ভাবে ত্বককে যত্নে রাখে কমলালেবু?
এক্সফোলিয়েশন
শুধু ভিটামিন সি নয়, কমলালেবুতে থাকা অ্যাসিডিক উপাদান ত্বক থেকে মৃত কোষ সরাতে সহায়ক। কমলালেবুর রসের গুণেই কালচে ত্বকে ঔজ্জ্বল্য ফিরতে পারে।
আর্দ্রতা
কমলালেবুর কোয়া থেঁতো করে মাখলে মুখের আর্দ্রতাও বজায় থাকবে। শুধু ত্বককে আর্দ্র রাখতে নয়, জেল্লা বৃদ্ধিতেই এটি কার্যকর।
অ্যান্টিঅক্সিড্যান্ট
কমলালেবুতে রয়েছে ফ্ল্যাভনেয়ডসের মতো অ্যান্টিঅক্সিড্যান্ট। তারুণ্য ধরে রাখতে, বলিরেখা দূর করতে এই উপাদানটি বিশেষ সহায়ক।
কী ভাবে রূপচর্চায় ব্যবহার করবেন কমলালেবু?
কমলালেবু থেকে রস বার করে বাকি অংশটা ফেলে দেন? তা দিয়েই কিন্তু জেল্লা ফিরতে পারে মুখের। কমলালেবুর সঙ্গে যোগ করতে পারেন মধু, দই, অলিভ অয়েলের মতো রকমারি উপাদান।
পদ্ধতি
প্রথমেই মৃদু কোনও ক্লিনজ়ার দিয়ে মুখ ভাল করে পরিষ্কার করে নিন। এ বার কমলালেবুর খোসার সঙ্গে লেগে থাকা রস বার করা অংশটি চামচ দিয়ে বার করে তা চোখের চারপাশ বাদ দিয়ে পুরো মুখে লাগিয়ে নিন। হালকা হাতে মালিশ করুন। আধ ঘণ্টা পরে মুখ ধুয়ে নিন।
তবে ত্বক বেশি শুষ্ক হলে কমলালেবুর কোয়ার সঙ্গে মিশিয়ে নিন এত চা-চামচ অলিভ অয়েল, ১ চা-চামচ টক দই এবং কয়েক ফোঁটা মধু। সমস্ত উপকরণ মিশিয়ে মেখে নিন। ১৫ মিনিট পরে মুখ ধুয়ে নিন।
মাস্ক ব্যবহারের পর অবশ্যই ময়েশ্চারাইজ়ার লাগিয়ে নিতে ভুলবেন না। সপ্তাহে এক থেকে দু’দিন এই মাস্ক ব্যবহার করতে পারেন।
কমলালেবুর খোসা
কমলালেবুর খোসাও ত্বকের জন্য উপকারী। খোসাটি শুকিয়ে গুঁড়ো করে রেখে দিন। তার পর টক দইয়ের সঙ্গে মিশিয়ে নিয়ে মুখে মাখুন। তা দিয়ে প্রাকৃতিক ভাবে ব্লিচ করা যাবে ত্বক।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy