(বাঁ দিকে) সুহানা খান ও শাহরুখ খান। অনন্যা পাণ্ডে (ডান দিকে)। ছবি: সংগৃহীত।
২ নভেম্বর মানেই শাহরুখ-ভক্তদের উদ্যাপনের দিন। বলিউডে এসে প্রেমে পড়ার সংজ্ঞা বদলে দিয়েছেন তিনি। কিছু না বলেও শুধু চোখে চোখ রেখে কী ভাবে প্রেম প্রকাশ করতে হয়, তা শিখিয়েছেন। তাঁর ছবির সংলাপের জেরেই প্রেমের ভাষা খুঁজে পেয়েছেন বহু প্রেমিক-প্রেমিকা। তাই তাঁর অনুরাগী ছড়িয়ে রয়েছেন আবিশ্ব। সেই সংখ্যা গুনে শেষ করা যাবে না। বলিউডের অন্দরেও রয়েছে তাঁর অসংখ্য অনুরাগী। জন্মদিনে তাই শাহরুখের জন্য অনুরাগীদের শুভেচ্ছার বন্যা। এই দিন বলিউডের বাদশাহকে পুরনো দিনের কথা মনে করিয়ে দিলেন অনন্যা পাণ্ডে।
শাহরুখ-কন্যা সুহানা খানের বন্ধু অনন্যা। শৈশব থেকেই দু’জনে একসঙ্গে বড় হয়েছেন। তাই ছোট থেকেই শাহরুখকে দেখেছেন অনন্যা। বার বার অনুপ্রাণিতও হয়েছেন। এ দিন শাহরুখের তরুণ বয়সের একটি ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। শাহরুখের পরনে নীল টিশার্ট, ডেনিম প্যান্ট ও মাথায় টুপি। কেরিয়ারের প্রথম দিকের ছবি ‘কভি হাঁ কভি না’-তে শাহরুখকে এই ভাবেই দেখা গিয়েছিল। ছবির সঙ্গে একটি হৃদয়ের ‘ইমোজি’ দিয়েছেন অভিনেত্রী।
কিছু দিন আগেই ৩০ বছর পূর্ণ হয়েছে শাহরুখের ‘কভি হাঁ কভি না’ ছবির। সেই ছবি নিয়ে নিজের অনুভূতি সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছিলেন অভিনেতাও। তিনি লেখেন, “আমি মনে করি, আমার অভিনীত ছবিগুলির মধ্যে এটিই সবচেয়ে মিষ্টি ও আন্তরিক। আমি এখনও এই ছবি দেখি। ছবির সমস্ত কলাকুশলীদের কথা মনে পড়ে। সবচেয়ে বেশি মনে পড়ে, আমার বন্ধু কুন্দন শাহের কথা। সকলকে অসংখ্য ধন্যবাদ।”
১৯৯৪ সালে মুক্তি পেয়েছিল ‘কভি হাঁ কভি না’। এই ছবির পরিচালক ছিলেন কুন্দন শাহ। ছবিতে সুচিত্রা কৃষ্ণমূর্তি, দীপক তিজোরি, নাসিরুদ্দিন শাহ, রীতা ভাদুড়ি, সতীশ শাহও অভিনয় করেছিলেন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy