পশ্চিমবঙ্গে এসএসসি নিয়োগ ‘দুর্নীতি’ মামলায় বর্তমান শিল্পমন্ত্রী (প্রাক্তন শিক্ষামন্ত্রী) পার্থ চট্টোপাধ্যায়কে গত শুক্রবার সকাল সাড়ে সাতটা থেকে টানা প্রায় ২৭ ঘণ্টা জিজ্ঞাসাবাদ চলার পর গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। গ্রেফতারির পরেই মন্ত্রী শারীরিক ভাবে অসুস্থ বোধ করায় তাঁকে জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
তার পর পার্থকে ব্যাঙ্কশাল আদালতে নিয়ে গেলে নিম্ন আদালত থেকে নির্দেশ দেয় তাঁকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করানোর জন্য। কিন্তু আদালতের এই নির্দেশে অসন্তুষ্ট হয়ে ইডি শনিবার রাতেই প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের কাছে দ্রুত শুনানির আর্জি জানায়। ইডি আধিকারিকদের দাবি, হাসপাতালের তরফে তাঁদের কোনও রকম সহায়তা করা হচ্ছে না। এমনকি, প্রভাবশালী ব্যক্তিদের নিরাপদ জায়গা এই হাসপাতাল— এই প্রসঙ্গটিও তোলেন ইডির আইনজীবী।