Advertisement
২৩ জানুয়ারি ২০২৫
Whale Travel

সঙ্গীর খোঁজে পার তিন মহাসাগর! সঙ্গমের জন্য ১৩ হাজার কিমি পথ সাঁতার কাটে তিমি

সাঁতার কাটার পথে একাধিক স্ত্রী তিমির সঙ্গে সঙ্গমে লিপ্ত হলেও পুরুষ তিমির লক্ষ্য তার জীবনসঙ্গী খুঁজে পাওয়া। তাই সে মাইলের পর মাইল অতিক্রম করতে পারে।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০২৪ ১৫:০৭
Share: Save:
০১ ১৪
From Pacific to Indian Ocean, male humpback whale crosses three oceans, 13000 kilometre distance to find partner

২০১৩ সালে প্রশান্ত মহাসাগরের বুকে ভেসে উঠেছিল এক বিশালাকার পুরুষ তিমি। তার পর পার হয়ে গিয়েছে ন’টি বছর। সাত সমুদ্র তেরো নদী পার করে সেই পুরুষ তিমি ২০২২ সালে পৌঁছয় ভারত মহাসাগরে। কারণ সে ভালবাসার সঙ্গীকে খুঁজছে।

০২ ১৪
From Pacific to Indian Ocean, male humpback whale crosses three oceans, 13000 kilometre distance to find partner

তিমি বিশেষজ্ঞদের দাবি, ২০১৩ সালে কলম্বিয়ার উপকূলে প্রশান্ত মহাসাগরের বুকে এক বিশাল তিমির দেখা পাওয়া যায়। হাম্পব্যাক প্রজাতির পুরুষ তিমি সে। সেই সময় ক্যামেরাবন্দি করে রাখা হয়েছিল ওই মুহূর্ত।

০৩ ১৪
From Pacific to Indian Ocean, male humpback whale crosses three oceans, 13000 kilometre distance to find partner

২০১৩ সালের পর পুরুষ তিমিটি প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে ভারত মহাসাগরে গিয়ে পৌঁছয়। ন’বছর পর আবার দেখা পাওয়া যায় হাম্পব্যাক তিমির।

০৪ ১৪
From Pacific to Indian Ocean, male humpback whale crosses three oceans, 13000 kilometre distance to find partner

২০২২ সালে আফ্রিকার জ়ানজ়িবার এলাকায় দক্ষিণ-পশ্চিম ভারত মহাসাগরের বুকে পুরুষ প্রজাতির হাম্পব্যাক তিমির দেখা পাওয়া গেলে বোঝা যায় যে, ন’বছর আগে যে তিমির দেখা পাওয়া গিয়েছিল তা ভারত মহাসাগরের অতল গভীরে সাঁতার কেটে বেড়াচ্ছে।

০৫ ১৪
From Pacific to Indian Ocean, male humpback whale crosses three oceans, 13000 kilometre distance to find partner

গবেষকেরা জানান, ন’বছর সময়ের মধ্যে পুরুষ তিমিটি মোট ৮১০৫ মাইল অর্থাৎ ১৩,০৪৬ কিলোমিটার পথ অতিক্রম করে নজির গড়ে তুলেছে।

০৬ ১৪
From Pacific to Indian Ocean, male humpback whale crosses three oceans, 13000 kilometre distance to find partner

নব্বইয়ের দশকে এমনই এক ঘটনার সাক্ষী ছিলেন তিমি বিশেষজ্ঞেরা। ১৯৯৯ সাল থেকে ২০০১ সালের মধ্যবর্তী সময়ে হাম্পব্যাক প্রজাতির এক স্ত্রী তিমির চলাফেরা লক্ষ করছিলেন বিজ্ঞানীরা।

০৭ ১৪
From Pacific to Indian Ocean, male humpback whale crosses three oceans, 13000 kilometre distance to find partner

গবেষণাপত্র থেকে জানা যায়, স্ত্রী তিমিটি ব্রাজ়িল থেকে মাদাগাস্কার ঘুরে ফেলেছে সমুদ্র পাড়ি দিয়েই। ৬১০০ মাইল অর্থাৎ ৯৮১৭ কিলোমিটার পথ সাঁতার কেটেছে সে।

০৮ ১৪
From Pacific to Indian Ocean, male humpback whale crosses three oceans, 13000 kilometre distance to find partner

২০২২ সালে ১৩ হাজার কিলোমিটার পথ অতিক্রম করে আসা পুরুষ তিমিটি সেই স্ত্রী তিমির সমস্ত নজির ভেঙে ফেলে নয়া মাইলফলক তৈরি করে। কিন্তু এত পথ পেরিয়ে আসার কারণ কী?

০৯ ১৪
From Pacific to Indian Ocean, male humpback whale crosses three oceans, 13000 kilometre distance to find partner

অস্ট্রেলিয়ার সাদার্ন ক্রস ইউনিভার্সিটির গবেষক টেড চেসম্যানের মতে, হাম্পব্যাক প্রজাতির তিমি মনের মতো সঙ্গী খুঁজে বেড়ায় বলেই এত পথ সাঁতার কেটে পার হয়ে যায়।

১০ ১৪
From Pacific to Indian Ocean, male humpback whale crosses three oceans, 13000 kilometre distance to find partner

পথে অন্য ধরনের তিমির প্রজাতির সঙ্গে সাক্ষাৎ হলেও তাদের সঙ্গে মেলামেশা করে হাম্পব্যাক প্রজাতির তিমি। যেন বংশবিস্তার করাই তাদের একমাত্র উদ্দেশ্য।

১১ ১৪
From Pacific to Indian Ocean, male humpback whale crosses three oceans, 13000 kilometre distance to find partner

সাঁতার কাটার পথে একাধিক স্ত্রী তিমির সঙ্গে সঙ্গমে লিপ্ত হলেও পুরুষ তিমির লক্ষ্য জীবনসঙ্গী খুঁজে পাওয়া। তাই সে মাইলের পর মাইল অতিক্রম করতে পারে।

১২ ১৪
From Pacific to Indian Ocean, male humpback whale crosses three oceans, 13000 kilometre distance to find partner

আবার তিমি বিশেষজ্ঞদের একাংশের দাবি, শুধুমাত্র বংশবিস্তার করাই তাদের একমাত্র উদ্দেশ্য না-ও হতে পারে। হাম্পব্যাক তিমি বাসস্থান বদলের জন্যও অন্য জায়গায় যেতে পারে।

১৩ ১৪
From Pacific to Indian Ocean, male humpback whale crosses three oceans, 13000 kilometre distance to find partner

সাধারণত প্রতি বছর তিমিরা নিজেদের পূর্ব বাসস্থান ছেড়ে উত্তর অথবা দক্ষিণ দিকে সর্বাধিক ৮০০০ কিলোমিটার পথ সাঁতার কেটে যেতে পারে। তবে পূর্ব অথবা পশ্চিম দিকে তাদের যাতায়াত বিশেষ লক্ষ করা যায় না।

১৪ ১৪
From Pacific to Indian Ocean, male humpback whale crosses three oceans, 13000 kilometre distance to find partner

গবেষণা থেকে জানা যায়, পরিবেশগত পরিবর্তনের পাশাপাশি জলবায়ু পরিবর্তন, জনসংখ্যা বৃদ্ধি এবং খাদ্যের প্রাচুর্যের মতো বিভিন্ন কারণেই তিমি সমুদ্রে পাড়ি দিতে পারে।

সব ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy