Know about the features of mobile phone Xiaomi redmi 6a dgtl
Redmi 6a
ভারতে আসছে সস্তার শাওমি রেডমি ৬এ, জেনে নিন ফিচার
রেডমি ৫এ ইতিমধ্যেই বাজারে এসেছে। খুব শীঘ্রই রেডমি ৬এ ভারতের বাজারে আসছে। রেডমি ৫ এবং রেডমি ৫এ ভারতের বাজারে জনপ্রিয়তা পেয়েছে। এখন পালা ৬-এর। সব থেকে বড় কথা মাত্র ৬-৭ হাজারের মধ্যে পাওয়া যাবে এই ফোন। দেখে নেওয়া যাক রেডমি ৬এ-র ফিচারগুলি।
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০১৮ ১৫:৩৮
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১০৭
রেডমি ৫এ ইতিমধ্যেই বাজারে এসেছে। খুব শীঘ্রই রেডমি ৬এ ভারতের বাজারে আসছে। রেডমি ৫ এবং রেডমি ৫এ ভারতের বাজারে জনপ্রিয়তা পেয়েছে। এখন পালা ৬-এর। সব থেকে বড় কথা মাত্র ৬-৭ হাজারের মধ্যে পাওয়া যাবে এই ফোন। দেখে নেওয়া যাক রেডমি ৬এ-র ফিচারগুলি।
০২০৭
রেডমি ৬এ অ্যান্ড্রয়েড ফোনটি অত্যন্ত আধুনিক মানের হবে বলে সংস্থার তরফে জানানো হয়েছে। যার ডিসপ্লে ৫.৪৫ ইঞ্চি।
০৩০৭
নতুন এই ফোনে থাকছে ব্লু-টুথ, একটি ৩.৫ মিলিমিটার হেডফোন। থাকছে অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সার, প্রক্সিমিটি সেন্সার। থাকবে ৩০০০ এমএএইচ ব্যাটারি। তবে ফোনের ‘শক্তি’ আর একটু বেশি হলে ভাল হত বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
০৪০৭
ফোনটির ওজন ১৪৫ গ্রাম। ফলে ব্যবহারের ক্ষেত্রে খুব একটা সমস্যা হবে না বলেই দাবি সংস্থার।
০৫০৭
ডুয়াল সিমের ফোনটি ৩জি এবং ৪জি সিম ব্যবহার করা যাবে।
চারটি রঙে পাওয়া যাবে ফোনটি। গ্রে, ব্লু, গোল্ডেন-সহ চার রঙে এই ফোন বাজারে কিনতে পাওয়া যাবে। ভারতের বাজারে কত দাম হবে সে বিষয়ে সংস্থার তরফে নিশ্চিত করে কিছু বলা হয়নি। প্রাথমিক ভাবে ৬-৭ হাজারের মধ্যে দাম হবে বলে প্রাথমিক ভাবে জানিয়েছে।