গুগল এই অ্যাপগুলো ডিলিট করে দিল, আপনার ফোনে নেই তো? দেখে নিন
প্লে স্টোর থেকে ২২টি অ্যাপস সরিয়ে দিল গুগ্ল। কম্পিউটার বা মোবাইল ভাইরাসের মতোই ক্ষতিকারক বলে এই অ্যাপসগুলিকে ডিলিট করে দিল তারা। মোবাইলের ব্যাটারির ক্ষতি করার পাশাপাশিই ফোনের ডেটা খরচও বেশি হচ্ছে বলে অ্যাপসগুলি তুলে নেওয়া হয়েছে গুগ্লের তরফে। অ্যাপসগুলির নাম জেনে নিন।
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০১৮ ১৮:২১
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১০৬
প্লে স্টোর থেকে ২২টি অ্যাপস সরিয়ে দিল গুগ্ল। কম্পিউটার বা মোবাইল ভাইরাসের মতোই ক্ষতিকারক বলে এই অ্যাপসগুলিকে ডিলিট করে দিল তারা। মোবাইলের ব্যাটারির ক্ষতি করার পাশাপাশিই ফোনের ডেটা খরচও বেশি হচ্ছে বলে অ্যাপসগুলি তুলে নেওয়া হয়েছে গুগ্লের তরফে। অ্যাপসগুলির নাম জেনে নিন।
০২০৬
অ্যাপস প্রস্তুতকারক এবং সাইবার সিকিওরিটি কোম্পানি ‘সোফোস’ এই অ্যাপসগুলির কার্যকারীতা নিয়ে তদন্ত করেছিল। আর তাতে উঠে এসেছে যে, ওই অ্যাপগুলি ‘অ্যান্ডআর’ এবং ‘ক্লিকআর’ নামে দু’টি অ্যাড নেটওয়ার্কের সঙ্গে যুক্ত।
০৩০৬
‘সোফোস’-এর তরফে জানানো হয়েছে, ক্ষতিকারক এই অ্যাপসগুলি পুরো অ্যান্ড্রয়েড ইকো সিস্টেমটাই ধ্বংস করে দিতে পারে। প্রতারণামূলক নানান অ্যাডে ক্লিক করার সমস্ত রাস্তাই তৈরি করে দেয় এই অ্যাপসগুলি। আর তাতে করে মোটা অঙ্কের অর্থও উপার্জন করে ক্ষতিকারক এই সব অ্যাপস।
০৪০৬
‘সোফোস’-এর তদন্তের ভিত্তিতেই ওই অ্যাপসগুলিকে বাতিল করে গুগল। তবে এটা এখনও স্পষ্ট নয় যে, গ্রাহকদের মোবাইল ফোন থেকে ওই অ্যাপসগুলিকে গুগল সরিয়েছে কি না? গুগ্ল চাইলেই যে কারও ফোন থেকে সরাসরি কোনও অ্যাপস আনইনস্টল করতে পারে।