সন্তান যে কোনও পরিবারের কাছেই বড় আদরের। তাই তার জন্মের খবর এলেই পরিবার ব্যস্ত হয়ে পড়ে অনাগত অতিথিকে আপ্যায়ণ করতে। হবু মা-বাবা নিজেও নানা আয়োজন সেরে ফেলেন তাদের জীবনের নতুন সদস্যের জন্য। কিন্তু এই প্রস্তুতির মধ্যেও হবু মায়ের তরফে থেকে যায় বেশ কিছু জরুরি বিষয়, যা না মানলে আদতে মায়ের ক্ষতি। তার প্রভাব পড়ে শিশুর উপরও।
বাড়ি রঙে না: অনাগত শিশুর জন্য তার ঘর তৈরি করে রাখছেন, রাখুন। তাতে ক্ষতি নেই। বরং মনের মতো করে সন্তানের ঘর সাজালে হবু মায়ের মন প্রফুল্ল থাকে। কেনাকাটাও করতে পারেন। কিন্তু রং কোনও ভাবে নয়। রঙের মধ্যে থাকা নানা জৈব রাসায়নিক ও তার গন্ধ গর্ভবতীর শরীরের জন্য ভাল নয়। একান্তই রং করাতে হলে হবু মাকে সে ঘর থেকে রাখুন অনেকটাই দূরে।