Advertisement
২৩ ডিসেম্বর ২০২৪
bollywood

প্রৌঢ় শিক্ষকের হাতে যৌন হেনস্থার পর গণিতে আতঙ্ক তৈরি হয় এই বলি অভিনেত্রীর

বিপদ আঁচ করে কবিতা চিৎকার করে কাঁদতে থাকেন। শিক্ষককে বলেন, তিনি সব কথা তাঁর মাকে বলে দেবেন। কিন্তু কবিতার দাবি, তাঁর কথায় নিজেকে সংযত করা তো দূর অস্ত্। উল্টে অভিযুক্ত শিক্ষক নাকি নিশ্চিত ছিলেন কবিতার কথা বিশ্বাস করবেন না তাঁর মা।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৩ ডিসেম্বর ২০২০ ১৪:১০
Share: Save:
০১ ১৭
ষাটোর্ধ্ব গৃহশিক্ষকের হাতে শৈশবে যৌন হেনস্থার শিকার হয়েছিলেন। সম্প্রতি জীবনের এই অন্ধকার পর্বের কথা বলেছেন অভিনেত্রী কবিতা কৌশিক। বিগ বসের বাড়িতে নিজের দুঃসহ অভিজ্ঞতার কথা প্রকাশ্যে এনেছেন তিনি।

ষাটোর্ধ্ব গৃহশিক্ষকের হাতে শৈশবে যৌন হেনস্থার শিকার হয়েছিলেন। সম্প্রতি জীবনের এই অন্ধকার পর্বের কথা বলেছেন অভিনেত্রী কবিতা কৌশিক। বিগ বসের বাড়িতে নিজের দুঃসহ অভিজ্ঞতার কথা প্রকাশ্যে এনেছেন তিনি।

০২ ১৭
বিগ বসের সকল প্রতিযোগীকে বলা হয়েছিল তাঁদের জীবনের কোনও নিদারুণ অভিজ্ঞতার কথা শেয়ার করতে। সেই সময় কবিতা তাঁর শৈশবের এই তিক্ত স্মৃতি বাকিদের সঙ্গে ভাগ করে নেন।

বিগ বসের সকল প্রতিযোগীকে বলা হয়েছিল তাঁদের জীবনের কোনও নিদারুণ অভিজ্ঞতার কথা শেয়ার করতে। সেই সময় কবিতা তাঁর শৈশবের এই তিক্ত স্মৃতি বাকিদের সঙ্গে ভাগ করে নেন।

০৩ ১৭
কবিতা জানান, তিনি সে সময়ে ১১ বছরের বালিকা। গণিতে তিনি দুর্বল ছিলেন। তাই তাঁর জন্য এক জন গৃহশিক্ষক নিযুক্ত করা হয়েছিল। ৬৫ বছর বয়সি ওই প্রৌঢ় কবিতার বাড়িতে যেতেন তাঁকে অঙ্ক শেখাতে।

কবিতা জানান, তিনি সে সময়ে ১১ বছরের বালিকা। গণিতে তিনি দুর্বল ছিলেন। তাই তাঁর জন্য এক জন গৃহশিক্ষক নিযুক্ত করা হয়েছিল। ৬৫ বছর বয়সি ওই প্রৌঢ় কবিতার বাড়িতে যেতেন তাঁকে অঙ্ক শেখাতে।

০৪ ১৭
এক দিন বাড়িতে বাবা মা না থাকায় একাই ছিলেন কবিতা। নির্দিষ্ট সময়ে পড়াতে এসেছিলেন ওই শিক্ষক। অভিযোগ, ফাঁকা বাড়িতে তিনি কবিতার সঙ্গে অশ্লীল কথা বলেছিলেন। এখানেই শেষ নয়। চেষ্টা করেছিলেন তাঁকে অশালীন ভাবে স্পর্শ করারও।

এক দিন বাড়িতে বাবা মা না থাকায় একাই ছিলেন কবিতা। নির্দিষ্ট সময়ে পড়াতে এসেছিলেন ওই শিক্ষক। অভিযোগ, ফাঁকা বাড়িতে তিনি কবিতার সঙ্গে অশ্লীল কথা বলেছিলেন। এখানেই শেষ নয়। চেষ্টা করেছিলেন তাঁকে অশালীন ভাবে স্পর্শ করারও।

০৫ ১৭
বিপদ আঁচ করে কবিতা চিৎকার করে কাঁদতে থাকেন। শিক্ষককে বলেন, তিনি সব কথা তাঁর মাকে বলে দেবেন। কিন্তু কবিতার দাবি, তাঁর কথায় নিজেকে সংযত করা তো দূর অস্ত্। উল্টে অভিযুক্ত শিক্ষক নাকি নিশ্চিত ছিলেন কবিতার কথা বিশ্বাস করবেন না তাঁর মা।

বিপদ আঁচ করে কবিতা চিৎকার করে কাঁদতে থাকেন। শিক্ষককে বলেন, তিনি সব কথা তাঁর মাকে বলে দেবেন। কিন্তু কবিতার দাবি, তাঁর কথায় নিজেকে সংযত করা তো দূর অস্ত্। উল্টে অভিযুক্ত শিক্ষক নাকি নিশ্চিত ছিলেন কবিতার কথা বিশ্বাস করবেন না তাঁর মা।

০৬ ১৭
কবিতা আরও আশ্চর্য হয়েছিলেন যখন সত্যি প্রমাণিত হয়েছিল অভিযুক্ত গৃহশিক্ষকের কথাই। কবিতার মায়ের মনে হয়েছিল অঙ্ক করবে না বলে মিথ্যে কথা বলছে তাঁর মেয়ে।

কবিতা আরও আশ্চর্য হয়েছিলেন যখন সত্যি প্রমাণিত হয়েছিল অভিযুক্ত গৃহশিক্ষকের কথাই। কবিতার মায়ের মনে হয়েছিল অঙ্ক করবে না বলে মিথ্যে কথা বলছে তাঁর মেয়ে।

০৭ ১৭
তাঁর কথা বিশ্বাস না করলেও এর পর ওই গৃহশিক্ষকের বাড়িতে আসা বন্ধ হয়েছিল। কবিতার অভিভাবকদের মনে হয়েচিল শিক্ষক পরিবর্তন করলে তাঁর গণিতে আগ্রহ বাড়বে। কিন্তু সে আশাও সত্যি হয়নি।

তাঁর কথা বিশ্বাস না করলেও এর পর ওই গৃহশিক্ষকের বাড়িতে আসা বন্ধ হয়েছিল। কবিতার অভিভাবকদের মনে হয়েচিল শিক্ষক পরিবর্তন করলে তাঁর গণিতে আগ্রহ বাড়বে। কিন্তু সে আশাও সত্যি হয়নি।

০৮ ১৭
তিক্ত অভিজ্ঞতার কথা মন থেকে কিছুতেই মুছে ফেলতে পারছিলেন না কবিতা। শেষ অবধি গণিতও তাঁর কাছে আতঙ্কের কারণ হয়ে দাঁড়ায়। কবিতা জানান, অঙ্ক দেখলেই তাঁর ওই গৃহশিক্ষকের মুখটা মনে পড়ে যেত।

তিক্ত অভিজ্ঞতার কথা মন থেকে কিছুতেই মুছে ফেলতে পারছিলেন না কবিতা। শেষ অবধি গণিতও তাঁর কাছে আতঙ্কের কারণ হয়ে দাঁড়ায়। কবিতা জানান, অঙ্ক দেখলেই তাঁর ওই গৃহশিক্ষকের মুখটা মনে পড়ে যেত।

০৯ ১৭
শুধু অঙ্কই নয়। সেই সময় কবিতা ভয় পেতেন যে কোনও প্রৌঢ়কে। তাঁর মনে হত, সকলেই বোধহয় তাঁর সঙ্গে এ রকম বিকৃত আচরণ করবেন!

শুধু অঙ্কই নয়। সেই সময় কবিতা ভয় পেতেন যে কোনও প্রৌঢ়কে। তাঁর মনে হত, সকলেই বোধহয় তাঁর সঙ্গে এ রকম বিকৃত আচরণ করবেন!

১০ ১৭
অভিনেত্রী কবিতার জন্ম ১৯৮১ সালের ১৫ ফেব্রুয়ারি। তাঁর বাবা দীনেশচন্দ্র কৌশিক ছিলেন সিআরপিএফ-এর অফিসার। দর্শনশাস্ত্রে স্নাতক হওয়ার আগে কলেজজীবন থেকেই মডেলিং করতেন তিনি।

অভিনেত্রী কবিতার জন্ম ১৯৮১ সালের ১৫ ফেব্রুয়ারি। তাঁর বাবা দীনেশচন্দ্র কৌশিক ছিলেন সিআরপিএফ-এর অফিসার। দর্শনশাস্ত্রে স্নাতক হওয়ার আগে কলেজজীবন থেকেই মডেলিং করতেন তিনি।

১১ ১৭
মডেলিং থেকেই অভিনয়ের শখ। ২০০১ সালে তিনি দিল্লিতে অডিশন দেন ‘কুটুম্ব’ সিরিয়ালের জন্য। এর পর কাজের সুবিধের জন্য তিনি দিল্লি থেকে চলে আসেন মুম্বই।

মডেলিং থেকেই অভিনয়ের শখ। ২০০১ সালে তিনি দিল্লিতে অডিশন দেন ‘কুটুম্ব’ সিরিয়ালের জন্য। এর পর কাজের সুবিধের জন্য তিনি দিল্লি থেকে চলে আসেন মুম্বই।

১২ ১৭
কুটুম্ব ছাড়াও ‘কোই আপনা সা’, ‘কহানি ঘর ঘর কি’, ‘কমল’, ‘কহানি তেরি মেরি’-সহ কে সিরিজের বহু সিরিয়ালে অভিনয় করেছেন কবিতা।

কুটুম্ব ছাড়াও ‘কোই আপনা সা’, ‘কহানি ঘর ঘর কি’, ‘কমল’, ‘কহানি তেরি মেরি’-সহ কে সিরিজের বহু সিরিয়ালে অভিনয় করেছেন কবিতা।

১৩ ১৭
তাঁর কেরিয়ারে উল্লেখযোগ্য ধারাবাহিকের মধ্যে আছে ‘পিয়া কা ঘর’, ‘কহানি তেরি মেরি’, ‘ইয়ে মেরি লাইফ হ্যায়’, ‘রিমিক্স’, ‘সিআইডি’, ‘ঘর কা সপনা’ এবং ‘কেশর’। অংশ নিয়েছেন ‘নাচ বালিয়ে’, ‘বিগ বস’-এর মতো রিয়েলিটি শো-এও।

তাঁর কেরিয়ারে উল্লেখযোগ্য ধারাবাহিকের মধ্যে আছে ‘পিয়া কা ঘর’, ‘কহানি তেরি মেরি’, ‘ইয়ে মেরি লাইফ হ্যায়’, ‘রিমিক্স’, ‘সিআইডি’, ‘ঘর কা সপনা’ এবং ‘কেশর’। অংশ নিয়েছেন ‘নাচ বালিয়ে’, ‘বিগ বস’-এর মতো রিয়েলিটি শো-এও।

১৪ ১৭
ছোট পর্দার ধারাবাহিকে তাঁর অভিনয় দেখে সুযোগ আসে ছবিতে। ‘এক হসিনা থি’, ‘মুম্বই কাটিং’, ‘জঞ্জীর’-এর মতো ছবিতে তাঁর অভিনয় দর্শকমনে দাগ কেটে গিয়েছে। হিন্দির পাশাপাশি অভিনয় করেছেন পঞ্জাবি ছবিতেও।

ছোট পর্দার ধারাবাহিকে তাঁর অভিনয় দেখে সুযোগ আসে ছবিতে। ‘এক হসিনা থি’, ‘মুম্বই কাটিং’, ‘জঞ্জীর’-এর মতো ছবিতে তাঁর অভিনয় দর্শকমনে দাগ কেটে গিয়েছে। হিন্দির পাশাপাশি অভিনয় করেছেন পঞ্জাবি ছবিতেও।

১৫ ১৭
ছোট পর্দার অভিনেতা করণ গ্রোভারের সঙ্গে প্রণয়ের সম্পর্ক ছিল কবিতার। দু’জনে জুটি বেঁধে অংশও নিয়েছিলেন ‘নাচ বালিয়ে’-এর তৃতীয় মরসুমে। তবে টেলি দুনিয়ার হিট এই জুটি ভেঙে যায় ২০০৮ সালে।

ছোট পর্দার অভিনেতা করণ গ্রোভারের সঙ্গে প্রণয়ের সম্পর্ক ছিল কবিতার। দু’জনে জুটি বেঁধে অংশও নিয়েছিলেন ‘নাচ বালিয়ে’-এর তৃতীয় মরসুমে। তবে টেলি দুনিয়ার হিট এই জুটি ভেঙে যায় ২০০৮ সালে।

১৬ ১৭
২০১৭ সালে ঘনিষ্ঠ বন্ধু রণিত বিশ্বাসকে বিয়ে করেন কবিতা। তার আগে রণিতকে নিজের ‘বেস্ট বয় ফ্রেন্ড’ বলতেন কবিতা।

২০১৭ সালে ঘনিষ্ঠ বন্ধু রণিত বিশ্বাসকে বিয়ে করেন কবিতা। তার আগে রণিতকে নিজের ‘বেস্ট বয় ফ্রেন্ড’ বলতেন কবিতা।

১৭ ১৭
তবে শোনা যাচ্ছে ‘বিগ বস ১৪’-র মরসুম থেকে ইতিমধ্যেই বিদায় নিয়েছেন কবিতা কৌশিক। রুবিনা দিলাইক এবং অভিনব শুক্লর সঙ্গে তাঁর তীব্র বিতণ্ডা ইতিমধ্যেই সম্প্রচারিত হয়েছে। শোনা যাচ্ছে, বিগ বস হাউস থেকে কবিতার বেরিয়ে যাওয়ার পর্ব সম্প্রচারিত হওয়াও এখন সময়ের অপেক্ষা মাত্র।

তবে শোনা যাচ্ছে ‘বিগ বস ১৪’-র মরসুম থেকে ইতিমধ্যেই বিদায় নিয়েছেন কবিতা কৌশিক। রুবিনা দিলাইক এবং অভিনব শুক্লর সঙ্গে তাঁর তীব্র বিতণ্ডা ইতিমধ্যেই সম্প্রচারিত হয়েছে। শোনা যাচ্ছে, বিগ বস হাউস থেকে কবিতার বেরিয়ে যাওয়ার পর্ব সম্প্রচারিত হওয়াও এখন সময়ের অপেক্ষা মাত্র।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy