গত বছর বিচ্ছেদের পথে হেঁটেছেন হার্দিক পাণ্ড্য ও নাতাশা স্তানকোভিচ। সমাজমাধ্যমে বিচ্ছেদের কথা ঘোষণা করেছিলেন তারকাজুটি। বিচ্ছেদের কারণ নিয়ে নেটাগরিকেরা কৌতূহল প্রকাশ করেছিলেন। হার্দিক নাকি মানুষ হিসেবে খুবই আত্মকেন্দ্রিক। নিজের কথা ছাড়া তিনি নাকি আর কিছুই ভাবতে পারেন না। বিষয়টি নিয়ে দীর্ঘ দিন যন্ত্রণার মধ্যে দিয়ে গিয়েছেন নাতাশা। এমনকি, হার্দিকের সঙ্গে সব কিছু মিটিয়ে নেওয়ারও চেষ্টা করেছেন তিনি বার বার। ক্রিকেট তারকার পছন্দ-অপছন্দের সঙ্গে মানিয়ে নেওয়ারও চেষ্টা করেছেন। কিন্তু শেষ পর্যন্ত তিনি আর পেরে ওঠেননি। এ দিকে নাতাশার সঙ্গে বিচ্ছেদের মাস কয়েকের মধ্যে ফের প্রেমে পড়েছেন হার্দিক। নাতাশা ছিলেন সার্বিয়ার মেয়ে, এ বার ব্রিটেনের মেয়ের প্রেমে পড়েছেন হার্দিক। নাম জ্যাসমিন ওয়ালিয়া। হার্দিকের খেলা দেখতে মাঠে উপস্থিত থাকছেন তিনি। এ বার জীবনে এগিয়ে যেতে চাইছেন নাতাশাও।
ক্রিকেটতারকার সঙ্গে বিচ্ছেদের পর থেকে প্রাক্তন প্রেমিক আলি গোনির ছবিতে লাইক দিতে শুরু করেন নাতাশা। হার্দিকের সঙ্গে বিচ্ছেদের জল্পনা চলাকালীন তাঁর সঙ্গে শরীরচর্চা প্রশিক্ষক আলেকজান্ডার আলেক্সলিককে সঙ্গে বার বার দেখা গিয়েছে। যদিও পরে জানা যায়, আলেকজান্ডারের সঙ্গে কেবল বন্ধুত্বের সম্পর্ক নাতাশার।
যদিও এ বার নাতাশা জানালেন, ফের প্রেমে পড়তে রাজি তিনি। যদিও কেমন মানুষ পছন্দ তা জানাননি। সেটা নাকি গুরুত্বপূর্ণ নয়। বরং প্রেমে পড়ার অনুভূতিটাই আসল। নাতাশার কথায়, ‘‘আমি জীবনে নতুন অভিজ্ঞতা, সুযোগ এবং সম্ভবত ভালোবাসার জন্য প্রস্তুত। আমি প্রেমে পড়া বিরোধিতা করি না। জীবনের পথে যা-ই আসুক না কেন, আমি তাকে জড়িয়ে বাঁচতে চাই। আমি বিশ্বাস করি, সঠিক সময়ে সঠিক সম্পর্ক তৈরি হয়। আমি অর্থপূর্ণ সম্পর্ককে মূল্য দিই, যে সম্পর্ক বিশ্বাস এবং বোঝাপড়ার উপর দাঁড়িয়ে। ’’