
রোম্যান্টিক হিন্দি ছবির গান। সুর একই রেখে তার শব্দ অদলবদল করে দিয়েছিলেন। মঞ্চে দাঁড়িয়ে যখন তিনি ‘দিল তো পাগল হ্যায়’ ছবির গানটি বদলে বদলে গাইছিলেন, তখন হেসে কুটিপাটি হচ্ছিল দর্শক। কিন্তু গান গাইতে গাইতেই মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্দেকে কটাক্ষ করে বসলেন কৌতুকশিল্পী কুণাল কামরা। নামোল্লেখ না করে একনাথকে কটাক্ষ করে গানের বাণীতে ‘বিশ্বাসঘাতক’ শব্দটি বসিয়ে দিলেন কুণাল। সেই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই ‘মায়ানগরী’র রাজনীতি অশান্ত হয়ে উঠেছে।