বলা হয় তাঁরা হিন্দি ছবির তিন স্তম্ভ। সময়ের সঙ্গে শাহরুখ খান, সলমন খান এবং আমির খানের সম্পর্কে বহু চড়াই-উতরাই এসেছে। কিন্তু তাঁদের মধ্যে কোনও প্রতিযোগিতা কি ছিল? তিন খানের বন্ধুত্ব প্রসঙ্গে উত্তর দিয়েছেন আমির।
সম্প্রতি, একটি আলোচনাসভায় এই প্রসঙ্গে আমিরকে প্রশ্ন করা হয়। কেরিয়ারের শুরুর দিকে তিন জনের মধ্যে যে প্রতিযোগিতার মনোভাব ছিল, সে কথা স্বীকার করে নিয়েছেন বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’। তিনি বলেন, ‘‘অবশ্যই আমাদের মধ্যে প্রতিযোগিতা ছিল। প্রত্যেকেই একে অপরকে ছাপিয়ে যাওয়ার চেষ্টা করতাম।’’ তবে এই প্রতিযোগিতাকে সংবাদমাধ্যম যে সব সময় নেতিবাচক দিক থেকে দেখেনি, সে কথাও উল্লেখ করেছেন আমির।
আরও পড়ুন:
আমির মেনে নিয়েছেন, এক সময় শাহরুখ এবং সলমনের সঙ্গে তাঁর মতানৈক্যও হয়েছে। কিন্তু অভিনেতার যুক্তি, ‘‘মতানৈক্য তো বন্ধুদের মধ্যেই হয়। যে কোনও সম্পর্কে বন্ধুত্বের পাশাপাশি ঝগড়াও থাকে।’’
কিন্তু বলিউডে তিন দশকেরও বেশি সময় কাটিয়ে, আমির জানিয়েছেন এখন আর তাঁদের মধ্যে কোনও রকম মতভেদ নেই। আমিরের কথায়, ‘‘আমরা একই সালে জন্মেছি। প্রায় একই সঙ্গে ইন্ডাস্ট্রিতে পা রেখেছি। এখন আর আমাদের মধ্যে কোনো রকম মতানৈক্য নেই।’’ আমির আরও জানিয়েছেন, সময়ের সঙ্গে এখন শাহরুখ এবং সলমনের সঙ্গে তাঁর বন্ধুত্ব আরও নিবিড় হয়েছে। তাঁরা একে অপররে সঙ্গে এখন আরও বেশি স্বচ্ছন্দ্য বোধ করেন এবং সময় কাটাতে পছন্দ করেন।
সম্প্রতি, আমিরের ৬০তম জন্মদিনে অভিনেতার বাড়িতে উপস্থিত হন শাহরুখ এবং সলমন।একসঙ্গে তিন জনের ছবি সমাজমাধ্যমে ভাইরাল হয়।