মোদীর মুখোশ পরে প্রতিবাদ তৃণমূল সাংসদদের। ছবি: টুইটারের সৌজন্যে
সাংসদরা বসে আছেন মাটিতে। প্রধানমন্ত্রী ‘নরেন্দ্র মোদী’ লাঠি হাতে তাঁদের তাড়াচ্ছেন। তবে আসল মোদী নন, তাঁর মুখোশ পরা। নাগরিকত্ব বিলের প্রতিবাদে এমনই ‘নাটকীয়’ প্রতিবাদ কর্মসূচি পালন করল তৃণমূল কংগ্রেস। অধিবেশন শুরুর আগেই নাগরিকত্ব বিল প্রত্যাহারের দাবি তুললেন সাংসদরা।
নাগরিকত্ব সংশোধনী বিল -২০১৬ প্রত্যাহারের দাবিতে দিল্লিতে সংসদ ভবনের সামনে গাঁধী মূর্তির পাদদেশে মঙ্গলবার অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করে তৃণমূল। কালো কাপড় পরে সামনে প্ল্যাকার্ড নিয়ে মাটিতে বসে পড়েন সাংসদরা। আর এক সাংসদ অভিনয় করেন প্রধানমন্ত্রীর ভূমিকায়। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখোশ পরে এবং তাঁরই ভূমিকায়।
মোদীর ভূমিকায় থাকা ওই সাংসদ লাঠি হাতে ‘প্রতিবাদী’ সাংসদের মারতে যাচ্ছেন, অথবা তাড়াতে যাচ্ছেন। অন্য সাংসদরাও ভয় পাওয়ার অভিনয় করছেন। লাঠির আঘাত প্রতিহত করার অঙ্গভঙ্গি করছেন হাত দিয়ে।
All India Trinamool Congress (TMC) MPs protest against the Citizenship Amendment Bill, 2016 in the Parliament premises. pic.twitter.com/jlww8BjFfO
— ANI (@ANI) January 8, 2019
আরও পড়ুন: সুপ্রিম কোর্টে জোর ধাক্কা খেল কেন্দ্র, অলোক বর্মাকে ছুটিতে পাঠানোর নির্দেশ খারিজ
আরও পডু়ন: স্ত্রীর পা-কে সাপ ভেবে ভ্রম স্বামীর, ব্যাট দিয়ে ভেঙে দিলেন পা!
এর সঙ্গেই চলতে থাকে স্লোগান-বিক্ষোভ। প্রতীকী প্রতিবাদে তুলে ধরার চেষ্টা হয়, নাগরিকদের তাড়াতে চাইছেন প্রধানমন্ত্রী মোদী। পরে অধিবেশনেও এই বিল নিয়ে আলোচনার সময় তুমুল হই হট্টগোল করেন তৃণমূল সাংসদরা। প্রতিবাদে ওয়াক আউট করেন কংগ্রেস সাংসদরা।
তবে হই হট্টগোলের মধ্যেই লোকসভায় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ বলেন, ‘‘এই বিল শুধু অসমের জন্য নয়। রাজস্থান, পঞ্জাব, দিল্লিতে আসা উদ্বাস্তুদের জন্যও। তবে নাগরিকত্ব নিয়ে নিয়ে কোনও ভেদাভেদ করা হবে না। অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিতে যাবতীয় পদক্ষেপ করবে কেন্দ্র।’’
(ভারতের রাজনীতি, ভারতের অর্থনীতি- সব গুরুত্বপূর্ণ খবর জানতে আমাদের দেশ বিভাগে ক্লিক করুন।)
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy