বিষ খেয়ে আত্মঘাতী আইনজীবী
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দুষে কৃষক বিক্ষোভে অংশগ্রহণকারী এক আইনজীবী ও কৃষক আত্মঘাতী হলেন। পঞ্জাবের জালালাবাদের বাসিন্দা ওই ব্যক্তির নাম অমরজিৎ সিংহ। রবিবার টিকরি সীমানার কাছে বিষ খেয়ে আত্মঘাতী হন তিনি।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দুষে সুইসাইড নোট লিখেছেন। সেই চিঠিতে তিনি লিখেছেন, কৃষকদের বিক্ষোভকে সমর্থন জানিয়ে তিনি নিজের প্রাণ দিলেন। তাঁর বক্তব্য, ৩টি কৃষক আইন করে সরকার সাধারণ মানুষ এবং কৃষকদের সঙ্গে তঞ্চকতা করেছে। এর ফলে কর্পোরেট শ্রেণি উপকৃত হবে। কৃষকরা আরও বঞ্চিত হবেন।
এর পর সরকার কৃষকদের কথা শোনে, সেই জন্য তিনি আত্মঘাতী হলেন বলে উল্লেখ করেন। ওই সুইসাইড নোটের ছত্রে ছত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তোপ দেগেছেন অমরজিৎ। অভিযোগ করেছেন, ‘তিনটি কৃষি আইন করে কর্পোরেট পুঁজির হাত শক্ত করেছেন মোদী। এই আইনের ফলে কৃষকদের আরও দুর্দশা বাড়বে’।
Amarjeet Singh, a lawyer & farmer, committed suicide at Tikari Border after writing a letter to PM Modi..
— Pankhuri Pathak पंखुड़ी पाठक پنکھڑی (@pankhuripathak) December 27, 2020
Imagine the outrage in the media had it been any other government . pic.twitter.com/ebJ3CBwwHu
সংবাদসংস্থা পিটিআই জানাচ্ছে, অমরজিৎকে রোহতকের পিজিআইএমএস-এ নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে মৃত ঘোষণা করা হয়। পুলিশ সূত্রে জানানো হয়েছে, ওই সুইসাইড নোটটি ১৮ ডিসেম্বর লেখা। এক পুলিশ অফিসারের কথায়, ‘‘আমরা ওই ব্যক্তির পরিবারকে খবর দিয়েছি। ওঁরা এখানে পৌঁছলে বাকি প্রক্রিয়া সম্পন্ন হবে। তদন্ত চলছে।’’
Lawyer from Punjab allegedly ends life by consuming poison a few kilometres away from the site of farmers' protest at Delhi’s Tikri border: Police
— Press Trust of India (@PTI_News) December 27, 2020
কৃষক বিক্ষোভের জেরে এই নিয়ে মোট তিনটি আত্মহত্যার ঘটনা ঘটল। কিছু দিন আগেই সন্ত রাম সিংহ গুলি চালিয়ে আত্মঘাতী হন। বিক্ষোভ থেকে ফিরে ২২ বছরের এক কৃষক বাড়িতে আত্মহত্যা করেন। এ ছাড়া পঞ্জাবের ৬৫ বছরের এক কৃষক বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন।
আরও পড়ুন: ভিন ধর্মে বিয়েতে বাধা, পুলিশের ভয়ে যুগলরা উত্তরপ্রদেশ ছাড়ল
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy