Advertisement
২২ জানুয়ারি ২০২৫
Viral Video

পার্ক করতে গিয়ে ভুল করে ‘রিভার্স গিয়ার’! চালকের ভুলে একতলা থেকে নীচে পড়ল গাড়ি

ঘটনাটি ঘটেছে পুণের বিমান নগরে অবস্থিত একটি আবাসনে। ২০ জানুয়ারি রাত ১০টা নাগাদ ঘটনাটি ঘটে। সেই আবাসনের প্রথম তলার পার্কিং লটে গাড়ি পার্ক করার সময়ই চালকের ভুলে গাড়িটি উপর থেকে নীচে পড়ে যায়।

Car falls down from the first floor of parking space in Pune, video goes viral

ছবি: এক্স থেকে নেওয়া।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০২৫ ১৯:২১
Share: Save:

গাড়ি পার্ক করতে গিয়ে ভুল করে রিভার্স গিয়ার দিয়ে বসলেন চালক। ঘটল বিপত্তি। পার্কিং লটের এক তলার পাঁচিল ভেঙে সোজা নীচে এসে পড়ল গাড়ি। গাড়ির চালকের আসন থেকে চালক ছিটকে পিছনে যাত্রীদের বসার জায়গায় গিয়ে পড়লেন। যদিও তিনি এই ঘটনায় কোনও ভাবে আঘাত পাননি। গা শিউরে ওঠা এই ভিডিয়োই সমাজমাধ্যমের পাতায় ভাইরাল হয়েছে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

ঘটনাটি ঘটেছে পুণের বিমান নগরে অবস্থিত একটি আবাসনে। ২০ জানুয়ারি রাত ১০টা নাগাদ ঘটনাটি ঘটে। সেই আবাসনের প্রথম তলার পার্কিং লটে গাড়ি পার্ক করার সময়ই চালকের ভুলে গাড়িটি উপর থেকে নীচে পড়ে যায়। সেই আবাসনের সিসিটিভি ফুটেজে এই ভয়ঙ্কর ঘটনাটি ধরা পড়েছে।

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা যাচ্ছে, পুণের একটি আবাসনে পার্কিং লটে একটি গাড়ি ঢুকছে। সেই মুহূর্তেই হঠাৎ করে পার্কিং লটের উপরের পাঁচিল ভেঙে একটি গাড়ি নীচে পড়ে যায়। পড়ে যাওয়া গাড়িটির চালক তাঁর আসন থেকে ছিটকে গাড়ির পিছনের দিকের বসার জায়গায় এসে পড়েন। ভাগ্য সঙ্গ দেওয়ায় তিনি এই দুর্ঘটনায় কোনও ভাবে আহত হননি। অন্য কোনও ব্যক্তিও এই ঘটনায় জখম হননি বলেই জানা গিয়েছে। কিন্তু গাড়িটির পিছনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। আশপাশে দাঁড়িয়ে থাকা লোকেরা তৎক্ষণাৎ চালককে সেই গাড়ির ভিতর থেকে বার করেন। তার পরই পার্কিং লটের দায়িত্বে থাকা লোকের সঙ্গে তাঁর বচসা শুরু হয়। সেই বচসার কথা সিসিটিভির ফুটেজ থেকে স্পষ্ট ভাবে শোনা যায়নি। কিন্তু চালক ভুল করে রিভার্স গিয়ার দেওয়ার ফলেই এই ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। সেই ভিডিয়োই ভাইরাল হয়েছে।

‘পুণে পালস’ নামের এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ভিডিয়োটিতে লাইক ও কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভয়ঙ্কর এই ঘটনা নেটমাধ্যমে চাঞ্চল্য সৃষ্টি করেছে। নেটাগরিকদের একাংশ চালকের বোকামিকে ধিক্কার জানিয়েছেন। অনেকেই আবার সেই আবাসনের দেওয়ালের গুণগতমান নিয়ে প্রশ্ন তুলেছেন।

অন্য বিষয়গুলি:

Viral Video Pune Viral Story Car Accident Parking lot
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy