মমতা বন্দ্যোপাধ্যায় ও মায়াবতী। —ফাইল চিত্র
ব্রিগেড থেকে ফিরে তেজস্বী যাদব স্ট্যালিনরা বলেছেন রাহুলকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান। কুমারস্বামী আবার মমতার মধ্যে দেশকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা দেখেছেন। এবার পালা অখিলেশ যাদবের। তাঁর কাকে পছন্দ? মমতা নাকি মায়াবতী? সরাসরি উত্তর দেননি এসপি সুপ্রিমো। কৌশলে বলেছেন, যে কেউ হতে পারেন, তবে তিনি চান উত্তরপ্রদেশ থেকেই কেউ প্রধানমন্ত্রী হোন।
মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে শনিবারই ব্রিগেডে ইউনাইটেড ইন্ডিয়া র্যালিতে যোগ দিয়েছিলেন অখিলেশ। কেন্দ্রে বিজেপি সরকারকে উৎখাতের ডাক দিয়েছিলেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী। মঞ্চ থেকে একযোগে সবাই জানিয়েছিলেন, প্রধানমন্ত্রী কে হবেন, সেটা ভোটের ফলের পর ঠিক করা যাবে। এর পর সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে সেই প্রশ্ন ওঠে। নির্দিষ্ট করে জিজ্ঞেস করা হয়, মমতা নাকি মায়াবতী, প্রধানমন্ত্রী পদে কাকে বেশি পছন্দ তাঁর।
সরাসরি উত্তর এড়িয়ে গিয়েছেন অখিলেশ। তিনি বলেন, দেশের যে কোনও প্রান্ত থেকে যে কেউ প্রধানমন্ত্রী হতে পারেন। কিন্তু যদি উত্তরপ্রদেশ থেকে পরবর্তী প্রধানমন্ত্রী হয়, তাহলে ভাল হবে। কারণ, রাজনীতিতে প্রচলিত প্রবাদই আছে, যিনি প্রধানমন্ত্রী হতে চান, তিনি উত্তরপ্রদেশ থেকে ভোটে দাঁড়ান, নয়তো উত্তরপ্রদেশে আসন বাড়ান।’’
আরও পড়ুন: আচমকা শিবরাজ-জ্যোতিরাদিত্য রুদ্ধদ্বার বৈঠক, মধ্যপ্রদেশের রাজনীতিতে তুমুল জল্পনা
আরও পড়ুন: ব্রিগেড ভরবে না, আশঙ্কাতেই মোদীর সভা বাতিল করল বিজেপি
আসন্ন লোকসভা ভোটে উত্তরপ্রদেশে এসপি-বিএসপি জোট হয়েছে। ৩৮-৩৮ ফর্মুলায় আসন সমঝোতাও হয়ে গিয়েছে। কিন্তু কংগ্রেসের জন্যে শুধুমাত্র অমেঠি এবং রায়বরেলি এই দু’টি আসন ছেড়ে রেখেছেন অখিলেশ-মায়াবতী। অন্য দিকে কংগ্রেসও ঘোষণা করে দিয়েছে, ৮০টি আসনেই প্রার্থী দেবে দল। এই প্রশ্ন উঠতেই অখিলেশ বলেন, মুখ্যমন্ত্রী থাকাকালীন ব্যাপক উন্নয়নমূলক কাজ করার পরও ২০১৭ সালের বিধানসভা ভোটে আমরা হেরে গিয়েছিলাম। কারণ ভোটের অঙ্কে ভুল ছিল। কংগ্রেস সভাপতি রাহুল গাঁধীর প্রতি আমার শ্রদ্ধা রয়েছে। কিন্তু এবার ভোটের অঙ্ক শুধরে নিতে চান। সেই কারণেই এবার এসপি-বিএসপি জোট করেছি। তবে ভোটের পর কংগ্রেসের সঙ্গে একজোট হয়ে কাজ করার সম্ভাবনাও জিইয়ে রেখেছেন মুলায়ম পুত্র অখিলেশ।
(ভারতের রাজনীতি, ভারতের অর্থনীতি- সব গুরুত্বপূর্ণ খবর জানতে আমাদের দেশ বিভাগে ক্লিক করুন।)
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy