ছবি: পিটিআই।
কাশ্মীর থেকে ধীরে ধীরে শিথিল হচ্ছিল নিয়ন্ত্রণ। তখনই রাষ্ট্রপুঞ্জে পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খানের বক্তৃতার পরে অশান্তি ছড়াল উপত্যকায়। তার জেরে ফের কড়া নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। পাশাপাশি গত কাল জম্মু এবং কাশ্মীরে বাহিনী-জঙ্গি সংঘর্ষে এক সেনা ও ছ’জন জঙ্গি নিহত হওয়ার ফলে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে বলে সেনা সূত্রে খবর।
গত শুক্রবার রাষ্ট্রপুঞ্জে বক্তৃতায় কার্যত পরমাণু যুদ্ধের হুমকি দেন ইমরান। কাশ্মীরের পরিস্থিতি নিয়ে সরব না হলে ‘খারাপ’-এর জন্যও প্রস্তুত থাকতে হবে বলে বিশ্বকে হুঁশিয়ারি দেন তিনি। শ্রীনগরের সিভিল লাইন্স এলাকার বাসিন্দা তৌসিফ মাজেদ রাঠের ফোনে বললেন, ‘‘শুক্রবার রাতে ইমরানের বক্তৃতার পরেই শ্রীনগরের নানা এলাকায় বাজি পোড়ানো শুরু হয়। ইমরান-পাকিস্তানের পক্ষে স্লোগান দেন অনেকে। পুলিশ বিক্ষোভকারী যুবকদের গ্রেফতার করতে এলে তাদের আটকানোর জন্য রাস্তায় নামেন বাসিন্দাদের একাংশ। কোনও এলাকায় ঢুকতেই পারেনি পুলিশ।’’ তৌসিফ জানাচ্ছেন, তার পর থেকেই ফের কড়া নিয়ন্ত্রণ ফিরেছে। বললেন, ‘‘আজ শ্রীনগর শহরতলির দিকে দেখলাম, রাস্তায় কাঁটাতার আর প্রচুর জওয়ান।’’ ‘অনেক’ ল্যান্ডলাইন চালু হয়েছে বলে দাবি করছে প্রশাসন। তৌসিফ জানাচ্ছেন, তাঁদের বাড়ি থেকেই ফোন করতে হচ্ছে আশপাশের এলাকার বাসিন্দাদের। তাঁদের মধ্যে অন্য রাজ্য থেকে আসা অনেক ব্যবসায়ীও আছেন।
এরই মধ্যে গত কাল জম্মু এবং কাশ্মীরে জঙ্গি হামলার ঘটনায় উদ্বিগ্ন প্রশাসন। জম্মুর বাটোটে নিহত হয়েছেন এক সেনা ও তিন জঙ্গি। অন্য দিকে কাশ্মীরে গান্ডেরবালের নারানাগ গ্রামে বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছে তিন জঙ্গি। বিশেষ মর্যাদা লোপ ও নিষেধাজ্ঞা জারির পরে এই প্রথম রাজ্যে এত বড় হামলা চালাল জঙ্গিরা।
সেনা সূত্রে খবর, গত কালের ঘটনার পরে উপত্যকায় জঙ্গি দমন অভিযানে আরও গতি এনেছে বাহিনী। শ্রীনগর বিমানবন্দর এবং বিভিন্ন থানায় বাড়ানো হয়েছে নিরাপত্তা। শহরের বিভিন্ন এলাকায় জঙ্গিদের গতিবিধি রুখতে তৈরি হচ্ছে বাড়তি বাঙ্কার। জেলা পুলিশ দফতরের বাইরে রয়েছে নিরাপত্তার বাড়তি বেষ্টনী।
আবার কাশ্মীরে মোতায়েন আধাসেনাদের জন্য শ্রীনগরের শহরতলি এলাকায় বাড়ি ভাড়া করতে গিয়ে জম্মু-কাশ্মীর পুলিশ বিপাকে পড়েছে বলে স্থানীয় সূত্রে খবর। স্থানীয়দের একাংশের দাবি, আধাসেনাদের বাড়ি ভাড়া না দিতে চাওয়ায় তাঁদের ভিটে ছাড়া করার হুমকি দিয়েছে পুলিশ। পুলিশের তরফে অভিযোগ অস্বীকার করা হয়েছে। এ দিনই জম্মুর মেন্দর শহরে স্থানীয় বাসিন্দাদের হুমকি দিয়ে পোস্টার দেখা দিয়েছে। স্বাভাবিক কাজকর্ম করলে বিপদে পড়তে হবে বলে হুমকি দেওয়া হয়েছে সেই পোস্টারে। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় কয়েক জনকে আটক করেছে তারা। পুলিশের দাবি, মেন্দরে কোনও জঙ্গি সংগঠনের উপস্থিতি নেই। স্থানীয় দুষ্কৃতীরাই এ কাজ করেছে।
তবে রাজ্যে যে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে তা প্রমাণ করতে দৃঢ়প্রতিজ্ঞ প্রশাসন। এ দিন জম্মু-কাশ্মীর ব্লক উন্নয়ন পরিষদের নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেছে রাজ্য নির্বাচন কমিশন। ২৪ অক্টোবর ওই নির্বাচন হবে। সে দিনই শুরু হবে ভোট গণনা।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy