Advertisement
০৫ নভেম্বর ২০২৪

ইবোলা নিয়ে সুর পাল্টাল অস্ট্রেলিয়া

পশ্চিম আফ্রিকার ইবোলা আক্রান্ত দেশগুলি থেকে যাতায়াত নিয়ে কিছুদিন আগেই কড়া নিয়ন্ত্রণ ঘোষণা করেছিল অস্ট্রেলিয়ার সরকার। আর তা নিয়ে তীব্র সমালোচনার মুখেও পড়তে হয়েছিল তাদের। কিন্তু বুধবার অন্য সুর শোনা গেল অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টনি অ্যাবটের গলায়। এমন কী ইবোলার বিরুদ্ধে লড়াইয়ে আর্থিক অনুদানও বাড়াবেন বলে জানালেন অ্যাবট।

সংবাদ সংস্থা
ক্যানবেরা ও নিউ ইয়র্ক শেষ আপডেট: ০৬ নভেম্বর ২০১৪ ০২:৪৩
Share: Save:

পশ্চিম আফ্রিকার ইবোলা আক্রান্ত দেশগুলি থেকে যাতায়াত নিয়ে কিছুদিন আগেই কড়া নিয়ন্ত্রণ ঘোষণা করেছিল অস্ট্রেলিয়ার সরকার। আর তা নিয়ে তীব্র সমালোচনার মুখেও পড়তে হয়েছিল তাদের। কিন্তু বুধবার অন্য সুর শোনা গেল অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টনি অ্যাবটের গলায়। এমন কী ইবোলার বিরুদ্ধে লড়াইয়ে আর্থিক অনুদানও বাড়াবেন বলে জানালেন অ্যাবট।

ইতিমধ্যেই প্রায় পাঁচ হাজার মানুষের মৃত্যু হয়েছে ইবোলায়। আক্রান্ত হয়েছেন আরও অনেকে। গিনি, লাইবেরিয়া, সিয়েরা লিওনপ্রায় দু’কোটি জনসংখ্যা নিয়ে এই তিনটি দেশ ইবোলা-আতঙ্কে এখনও কাঁপছে।

আর এই পরিস্থিতিতে সাহায্যের হাত বাড়িয়ে দিতে চেয়েছে অস্ট্রেলিয়া। সিয়েরা লিওনে ব্রিটেনের সঙ্গে একটি ১০০ শয্যার হাসপাতাল চালাবে বলে জানিয়েছেন অ্যাবট। এই ক্ষেত্রে ২ কোটি মার্কিন ডলার পর্যন্ত আর্থিক সাহায্য করারও প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি আরও জানান মূলত স্থানীয়রাই হাসপাতালটি চালাবেন। সঙ্গে থাকবেন অস্ট্রেলিয়া সহ-নানা দেশের স্বেচ্ছাসেবকরা।

কিছু দিন আগে অস্ট্রেলিয়ার পার্লামেন্টে প্রশ্নোত্তর পর্বে অভিবাসন মন্ত্রী স্কট মরিসন জানিয়েছিলেন যে আপাতত ইবোলা আক্রান্ত দেশগুলি থেকে তাঁরা অস্ট্রেলিয়ায় আসার জন্য কোনও আবেদন গ্রহণ করবেন না। তিনি আরও বলেছিলেন, যাঁদের অস্ট্রেলিয়ার স্থায়ী ভিসা আছে, তাঁদেরও পশ্চিম আফ্রিকা থেকে দেশে আসার আগে তিন সপ্তাহের কোয়ারেন্টাইন পর্ব কাটাতে হবে। এই সিদ্ধান্তের প্রতিবাদ করেছিল বিরোধী দল ও অস্ট্রেলিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (এএমএ)-এর কর্মীরা। আজ কার্যত বিপরীত অবস্থান নিয়েছেন অ্যাবট। তবে হঠাত্‌ এই পরিবর্তন কেন? উত্তরে অ্যাবট বলেছেন, “পশ্চিম আফ্রিকায় গিয়ে অস্ট্রেলিয়ার কোনও স্বাস্থ্যকর্মী যদি ইবোলা আক্রান্ত হয়ে পড়েন, তবে তাঁদের নিজেদের দেশের লোকের মতোই সমান ভাবে চিকিত্‌সা করার প্রতিশ্রুতি দিয়ে আশ্বস্ত করেছে ব্রিটেন।”

প্রায় এক মাস পর সুস্থ হয়ে ঘরে ফিরেছেন স্পেনের নার্স টেরেসা রোমেরো রামো। ইবোলা আক্রান্তদের চিকিত্‌সা করার সময় তিনি ওই রোগে আক্রান্ত হন তিনি। তবে, এখন তিনি পুরোপুরি সুস্থ এবং তাঁর দেহ থেকে সংক্রমণের আর কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষ।

অন্য বিষয়গুলি:

ebola australia
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE