প্রতীকী ছবি।
সম্পর্কে সমস্যা দেখা দিচ্ছে এই অতিমারির সময়ে?
এ নিয়ে চিন্তা করবেন না। আপনি একা নন। এমন কথা শোনা যাচ্ছে পৃথিবীর নানা প্রান্তেই। উদ্বেগ এবং অনিশ্চয়তার কারণে এমন হয়েছে ঘরে ঘরে। তবে প্রতিষেধক এসেছে। তার সাহায্যে আবার নতুন সময় আসবে বলেই আশা রাখছেন সকলে। প্রেমের সম্পর্কেও নতুন করে ফিরিয়ে আনা যাবে সুন্দর মুহূর্ত।
কোভিডের চোখ রাঙানির মাঝে কী করবেন নিজেদের সময় সুন্দর করে তুলতে?
১) এই সময়ে নানা রকম অঘটন ঘটেছে। প্রিয়জনের মৃত্যু, নিজেদের অসুস্থতা, চাকরির সঙ্কট— কত কী যে হচ্ছে। তার জেরে উদ্বেগ বেড়েছে। দু’জনের মধ্যে যিনি কম উদ্বিগ্ন, তাঁকেই হাল ধরতে হবে। উদ্বেগ যাতে প্রেমে বাধা না সৃষ্টি করতে পারে, তা তো দেখতেই হয়। একসঙ্গে যোগ অভ্যাস, ধ্যানের মতো পরিকল্পনা করতে পারেন।
২) সঙ্গীর মন বোঝার চেষ্টা করুন। তাঁর সঙ্গে কী ভাবে কথা বলবেন, ভেবে দেখুন। তাঁর মনের অবস্থার উপরে নির্ভর করে আপনার আচরণ। হয়তো একই কথা অন্য পদ্ধতিতে বোঝালে তাঁরও সুবিধা হবে। একে অপরের কাছে আসতে পারবেন।
৩) সঙ্গীর উপরে বিরক্ত হচ্ছেন এ সময়ে? তার কারণও আছে নিশ্চয়ই। কিন্তু তাঁকে ভালও লেগেছিল তো আরও কিছু কারণে। সেই ভাল লাগার মুহূর্তগুলির কথা ভাবুন। তাঁকে নতুন করে কাছে টেনে নিতে ইচ্ছা করতে পারে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy