ইঁদুরের উপদ্রব ঠেকাতে শরণ নিন ঘরোয়া কিছু উপায়ের। ছবি: পিক্সঅ্যাবে।
জামাকাপড় থেকে বইখাতা, ইঁদুরের হাত থেকে এদের বাঁচিয়ে রাখা বেশ কষ্টসাধ্য। ঝাঁ চকচকে পরিষ্কার ঘরেও প্রায়ই হানা দেয় ইঁদুর। কীটনাশক দিয়ে বা পেস্ট কন্ট্রোল সার্ভিসের সাহায্যে ইঁদুর সাময়িক দূর হলেও, কিছু দিন পরেই ফের এই আক্রমণ শুরু হয়।
তা ছাড়া এ সব উপায়ে ইঁদুর তাড়াতে গেলে ব্যবহার করতে হয় নানা রাসায়নিক— যা শরীরের জন্য মোটেই উপকারী নয়। বিশেষ করে, বাড়িতে শিশু থাকলে তার শ্বাসের মাধ্যমে এ সব রাসায়নিক শরীরে প্রবেশ করলে তা স্বাস্থ্যকর নয়। আবার অনেকে অকারণে প্রাণীহত্যা পছন্দ করেন না।
বরং কিছু ঘরোয়া উপায় অবলম্বন করলে ইঁদুর বাড়িছাড়া হবে সহজেই। এমনিতে ইঁদুরকলের কথা অনেকেরই জানা। এতে ইঁদুরকে না মেরেও আটক করা যায়। কিন্তু সব বাড়িতে কল ব্যবহার করার সুযোগ থাকে না। তাই ইঁদুরকলের বাইরে কিছু ঘরোয়া পদ্ধতি জানা থাকলে তা ইঁদুরের হাত থেকে পরিত্রাণ দেবে।
আরও পড়ুন: এই সব ঘরোয়া উপায়ে কেনা মাছ থেকে সরিয়ে ফেলুন ফর্মালিন
লবঙ্গের ঝাঁঝালো গন্ধ ইঁদুরের অত্যন্ত অপ্রিয়। একটা নরম কাপড়ে বেশ কয়েকটি লবঙ্গ জড়িয়ে ঘরের যে সব জায়গায় ইঁদুরের উৎপাত বেশি সেখানে রেখে দিন। ইঁদুর আর ওমুখো হবে না। ইঁদুর বা কোনও পোকা কেউই লাল লঙ্কার ঝাঁজ সহ্য করতে পারে না। নরম কোনও কাপড়ে লাল লঙ্কাগুঁড়ো পুরে দিন। এ বার ঘরের যে সব জায়গা দিয়ে ইঁদুর প্রবেশ করে সেখানে রেখে দিন এই কাপড়। ইঁদুরের প্রবেশ কমবে।
গ্রাফিক: শৌভিক দেবনাথ।
আরও পড়ুন: ঘুমের ওষুধ খান? কী কী বিপদ ডেকে আনছেন জানেন?
পিপারমিন্ট তেলে ডুবিয়ে রাখুন তুলো। পিপারমিন্টের গন্ধ একেবারেই সইতে পারে না ইঁদুর। তুলোর এমন ছোট ছোট বল ঘরের বিভিন্ন জায়গায় রাখলে তা সহজেই দূর করবে ইঁদুরের উৎপাত।
আরও পড়ুন: এই ‘ভৌতিক’ জুতোর দাম কত জানেন?
ঘরের নানা কোনায় বেকিং পাউডার ছড়িয়ে রাখুন। সকালে ঝাঁট দিয়ে দিন। বেকিং সোডার গন্ধও ইঁদুরের অত্যন্ত অপছন্দের। এর প্রকোপে ঘরে ইঁদুরের প্রবেশ রুখে দেওয়া যাবে সহজেই।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy