টানটান ত্বক পেতে মুখে কী মাখবেন? ছবি: ফ্রিপিক।
বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে কমতে থাকে ত্বকের অন্যতম উপাদান কোলাজেন নামে প্রোটিন। যার জেরে শিথিল হয়ে পড়ে ত্বক। ধীরে ধীরে বলিরেখাও পড়তে শুরু করে। শুধু বয়স নয়, দূষণ এবং ক্ষতিকর সূর্যরশ্মির প্রভাবেও ত্বকে বার্ধক্যের ছাপ পড়তে পারে।
ত্বকের যত্নে নিয়মিত ক্লিনজ়িং, টোনিং, ময়শ্চারাইজ়িং যেমন জরুরি, তেমনই মাঝেমধ্যে দরকার পড়ে মাস্কের। যা ত্বককে বাড়তি যত্নে রাখে। কিন্তু, মাস্ক হিসাবে বেছে নেবেন কোনটি? বাজারচলতি না কি ঘরোয়া?
প্রাকৃতিক উপাদান ত্বকের জন্য সব সময়েই ভাল। আর ত্বক টানটান করার ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখে ডিম। এতে রয়েছে লিউটিন নামে এক প্রকার স্বাস্থ্যকর ফ্যাট, যা ত্বকের ঔজ্জ্বল্য ধরে রাখার ক্ষেত্রে কার্যকর। এ ছাড়া রয়েছে অ্যালবুমিন নামে এক প্রকার প্রোটিন। ত্বক টানটান রাখতে এই প্রোটিন খুব জরুরি।
তবে শুধু ডিম নয়, এর সঙ্গে আরও ৭ উপকরণের মিশেলে তৈরি হবে মাস্কটি। আর তাতেই মিলবে কাঙ্ক্ষিত ফল।
কী ভাবে তৈরি করবেন মাস্ক?
উপকরণ
একটি ডিমের সাদা অংশ
১ চা-চামচ মধু
১চা-চামচ লেবুর রস
আধ চা-চামচ অলিভ অয়েল
আধ চা-চামচ অ্যালো ভেরার শাঁস
আধ টেবিল চামচ গ্রিন টি
এক চিমটে হলুদ
১ টেবিল চামচ টক দই
পদ্ধতি
সমস্ত উপকরণ একটি পাত্রে নিয়ে খুব ভাল করে মিশিয়ে নিন। এগুলি মিশে ক্রিমের মতো হয়ে উঠবে। মৃদু ফেশওয়াশ দিয়ে মুখ ধুয়ে মিশ্রণটি লাগিয়ে নিন। মিনিট পাঁচেক হালকা হাতে মালিশ করে ১৫ মিনিট রেখে দিন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।
অ্যালো ভেরা, মধু, হলুদ-সহ অন্যন্য উপকরণের গুণে ত্বক হবে দাগহীন, পেলব এবং মসৃণ। ফিরবে লাবণ্যও।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy