ভারতে নিজেদের মোবাইল পেমেন্ট ওয়ালেট লঞ্চ করে ফেলল স্যামসাং। আমেরিকান এক্সপ্রেস, ভিসা, মাস্টারকার্ডের সঙ্গে হাত মিলিয়ে ভারতে এল স্যামসাং পে। যে সব জায়গায় কার্ডের মাধ্যমে পেমেন্টের সুবিধা রয়েছে, সেই সব জায়গাতেই ব্যবহার করা যাবে স্যামসাং পে।
এই ওয়ালেট ব্যবহার করে অ্যাক্সিস ব্যাঙ্ক, এইচডিএফসি ব্যাঙ্ক, আইসিআইসিআই ব্যাঙ্ক ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাঙ্কের ক্রেডিট ও ডেবিট কার্ডের মাধ্যমে বিল মেটানো যাবে। তবে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার ক্ষেত্রে শুধুমাত্র ক্রেডিট কার্ডের মাধ্যমেই টাকা দেওয়া যাবে।
এই অ্যাপের সাহায্য ‘পে অন দ্য গো’ অপশনে গিয়ে গ্রাহকরা তাদের রেজিস্টার্ড কার্ড ছাড়াও পেটিএম ডিজিটাল ওয়ালেট ও সরকারের ইউপিআই (ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস) সিস্টেমের সাহায্যে বিল মেটাতে পারবেন। ম্যাগনেটিক সিকিওর ট্রান্সমিশন বা এমএসটি-র সাহায্যে গ্রাহকের স্মার্টফোন থেকে পেমেন্ট টার্মিনালের কার্ড রিডারে পৌঁছে যাবে ম্যাগনেটিক সিগন্যাল।
তবে শুধু হাই-এন্ড প্রিমিয়াম স্যামসাং স্মার্টফোনেই স্যামসাং পে ব্যবহার করা যাবে। গ্যালাক্সি নোট৫, গ্যালাক্সি এস৭, গ্যালাক্সি এস৭ এজ, গ্যালাক্সি এস৬ এজ+, গ্যালাক্সি এ৭ (২০১৭), গ্যালাক্সি এ৫ (২০১৭), গ্যালাক্সি এ৭ (২০১৬) ও গ্যালাক্সি এ৫ (২০১৬) ফোনে ব্যবহার করা যাবে স্যামসাং পে।
আরও পড়ুন: ফেসবুক ছাড়া থাকতে পারেন না? মস্তিষ্কের বারোটা বাজছে
এই মুহূর্তে ভারত-সহ মোট ১২টি দেশে পাওয়া যাচ্ছে স্যামসাং পে ব্যবহারের সুবিধা। এর মধ্যে রয়েছে দক্ষিণ কোরিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, চিন, স্পেন, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, পুয়ের্তো রিকো, ব্রাজিল, রাশিয়া, তাইল্যান্ড ও মালয়েশিয়া।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy